জাতিসংঘ জনসংখ্যা তহবিল
জাতিসংঘ জনসংখ্যা তহবিল | |
---|---|
মর্যাদা | চলমান |
প্রধান কার্যালয় | নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র |
ওয়েবসাইট | www |
ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (সংক্ষেপে ইউএনএফপিএ নামে পরিচিত; পূর্বে ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস নামে পরিচিত ছিল) হলো জাতিসংঘের একটি সংস্থা, যার লক্ষ্য হল বিশ্বব্যাপী প্রজনন ও মাতৃস্বাস্থ্য উন্নতি করা।[১]
ইউএনএফপিএ-এর কর্মসূচীর মধ্যে রয়েছে জাতীয় স্বাস্থ্যসেবা কৌশল এবং প্রোটোকল তৈরি করা, জন্মনিয়ন্ত্রণে প্রবেশাধিকার বৃদ্ধি করা, এবং বাল্যবিবাহ, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, প্রসূতি ফিস্টুলা, এবং মহিলাদের যৌনাঙ্গ বিকৃতকরণের বিরুদ্ধে অগ্রণী প্রচারণা এবং পদক্ষেপ।[২]
ইউএনএফপিএ চারটি ভৌগোলিক অঞ্চল জুড়ে ১৪৪টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনায় সহায়তা করছে: আরব অঞ্চল, ইউরোপ, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয়, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান এবং সাব-সাহারান আফ্রিকা। এই সংস্থায় প্রায় তিন-চতুর্থাংশ কর্মী মাঠ কর্মে নিয়োজিত রয়েছেন। এটি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "About us – UNFPA – United Nations Population Fund"। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৬।
- ↑ ক খ United Nations Sustainable Development Group Retrieved 16 July 2018. undg.org