জলছত্র বাজার
অবয়ব
জলছত্র বাজার | |
---|---|
গ্রাম | |
বাংলাদেশে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৭′ উত্তর ৯০°১.৫′ পূর্ব / ২৪.৬১৭° উত্তর ৯০.০২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
উপজেলা | মধুপুর উপজেলা |
ইউনিয়ন | আরণখোলা ইউনিয়ন |
উচ্চতা | ৩০ মিটার (১০০ ফুট) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
জলছত্র বাজার হচ্ছে বাংলাদেশের মধুপুর উপজেলার আরণখোলা ইউনিয়নের একটি বাজার। এটি টাঙ্গাইল শহর থেকে ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ময়মনসিংহ থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মধুপুর জঙ্গলের অতি সন্নিকটে অবস্থিত।[১]
পরিচিতি
[সম্পাদনা]কলা এবং আনারস বিক্রির জন্য জলছত্র বিখ্যাত। এটাই অত্র অঞ্চলের সব থেকে বড় আনারস বাজার। মধুপুর অঞ্চলের ভূমি কলা এবং আনারসের চাষের জন্য খুবই উর্বর। বাংলাদেশে মোট উৎপাদিত আনারসের ৮০% জন্মে মধুপুর উপজেলায়। এই সকল আনারস এবং কলা প্রথমে জলছত্র বাজারে আনা হয়, এখান থেকেই সারা বাংলাদেশে পাঠানো হয়। এখানকার আনারস বাংলাদেশ হতে ইউরোপে রপ্তানি করা হয়।
চিত্রশালা
[সম্পাদনা]-
জলছত্র বাজার
-
পঁচিশ মাইল এলাকা থেকে জলছত্র বাজারে আনারস আনা হচ্ছে
-
আনারস কেনাবেচায় ব্যস্ত লোকজন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "pineapple growers demand processing centre in Madhupur"। The Daily Independent, Bangladesh। ২০১৫-০৭-২২। সংগ্রহের তারিখ ২০১৬-০১-১৬।