জর্জ লো‌রে‌ঞ্জো গে‌রে‌রো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্জ লো‌রে‌ঞ্জো

মটরসাই‌কেল রেসার
Jorge Lorenzo 2019 Le Mans 4.jpeg
জন্ম
পালমা, স্পেন
জাতীয়তা‌স্পেনীয়
উল্লেখযোগ্য কর্ম
মটরসাই‌কেল ‌রে‌সিং
ওয়েবসাইটjorgelorenzo.com

জর্জ লো‌রে‌ঞ্জো গে‌রে‌রো (স্পেনীয় উচ্চারণ: [ˈxoɾxe loˈɾenθo ɣeˈreɾo]; জন্ম: ৪ মে, ১৯৮৭) ছি‌লেন একজন গ্রান্ড প্রিক্স মোটরসাই‌কেল রেসার। ২০১৯ স‌া‌লের ন‌ভেম্বর মাসের ১৪ তা‌রি‌খে অবসর গ্রহণ ক‌রেন।

তি‌নি ২০০৬ এবং ২০০৭ সা‌লের ওয়ার্ল্ড চ‌্যা‌ম্পিয়নশীপ এবং ২০১০, ২০১২ এবং ২০১৫ সা‌লের মো‌টো‌জি‌পি ওয়ার্ল্ড চ‌্যা‌ম্পিয়নশীপ বিজয়ী। তি‌নি ২০০৮‌ থে‌কে ২০১৬ সাল পর্যন্ত ইয়ামাহা, ২০১৭ এবং ২০১৮ সা‌লে ডু‌সে‌টি এবং ২০১৯ সা‌লে ‌রেপ‌সোল হোন্ডা ফ‌্যাক্টরি দ‌লের হ‌য়ে আ‌রোহন ক‌রে‌ছেন। ২০১৯ সা‌লে এক‌টি তি‌নি মারাত্মকভা‌বে আহত হন এবং ২০১৯ মৌসূম শে‌ষে অর্থাৎ, রেপ‌সোল হ‌েন্ডোর সা‌থে তার মূল চু‌ক্তি সং‌ক্ষিপ্ত ক‌রে চু‌ক্তির মাত্র এক বছর পর অবসর গ্রহণ কর‌বেন ব‌লে ঘোষণ‌া দেন।

২০১২ সা‌লে তি‌নি প্রথম স্পেনীয় আরোহী হি‌সে‌বে একা‌ধিক প্রিমিয়ার ক্লাস টাই‌টেল অর্জন ক‌রেন এবং তি‌নি সর্বকালীন বিজয়ী‌দের তা‌লিকায় ষষ্ঠ স্থান লাভ ক‌রেন।