জর্জ কোয়েন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্জ কোয়েন
জন্ম
জর্জ ভিনসেন্ট কোয়েন

(১৯৩৩-০১-১৯)১৯ জানুয়ারি ১৯৩৩
মৃত্যু১১ ফেব্রুয়ারি ২০২০(2020-02-11) (বয়স ৮৭)
মাতৃশিক্ষায়তনফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় (বি.এস.)
জর্জটাউন বিশ্ববিদ্যালয় (পিএইচডি)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজ্যোতিঃপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহভ্যাটিকান অবজারভেটরি

জর্জ ভিনসেন্ট কোয়েন, এসজে (১৯ জানুয়ারি ১৯৩৩ - ১১ ফেব্রুয়ারি ২০২০) ছিলেন একজন আমেরিকান জেসুইট ধর্মযাজক এবং জ্যোতির্বিজ্ঞানী, যিনি ভ্যাটিকান অবজারভেটরি পরিচালনা করেছিলেন এবং ১৯৭৮ থেকে ২০২০ সাল পর্যন্ত অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে এর গবেষণা দলের নেতৃত্ব দিয়েছিলেন।

২০১২ সালের জানুয়ারি থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিউ ইয়র্কের সিরাকিউসের লে ময়নে কলেজে শিক্ষকতা করেছেন। তাঁর কর্মজীবন ধর্মতত্ত্ব এবং বিজ্ঞানের পুনর্মিলনের জন্য নিবেদিত ছিল।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hitt, Jack (মে ২৮, ১৯৯৪)। "Would You Baptize an Extraterrestrial?"New York Times। ফেব্রুয়ারি ১৫, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৫, ২০২০