জয়শ্রী চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জয়শ্রী চট্টোপাধ্যায়
জন্ম১৯৪৫ (বয়স ৭৮–৭৯)

জয়শ্রী চট্টোপাধ্যায় ( ইংরেজি: Jayaśrī Caṭṭopādhyāyaও লেখা হয় ) (জন্ম ১৯৪৫)[১] ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার একজন সংস্কৃত লেখক এবং সংস্কৃত কবি। তার পিএইচ.ডি. ছিল 'বাল্মীকির রামায়ণের গীতিকাব্য উপাদানগুলির একটি সমালোচনামূলক অধ্যয়ন' নিয়ে এবং তিনি ডি.লিট করেছিলেন 'বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের উপর বৌদ্ধ অবদন সাহিত্যের প্রভাব' বিষয়ে।[১]

তার স্ব-রচিত সংস্কৃত কবিতার সংকলনটির নাম নিসঙ্গ প্রণয়[২] এই বইটির ইংরেজি সংস্করণের নাম লাভ উইদাউট অ্যাটাচমেন্ট[৩] তিনি নিসঙ্গ প্রণয়-এর উপর একটি সিডি করেছেন যেটি ২০১৫ সালের জুনে ব্যাংককে অনুষ্ঠিত ১৬ তম বিশ্ব সংস্কৃত সম্মেলনে প্রকাশিত হয়েছিল।[২] তার উল্লেখযোগ্য সংস্কৃত লেখাগুলো হলো 'আসফবিলাস সমীক্ষা', 'সংস্কৃত সাহিত্যে স্বপ্ন', 'মহাবস্তুনি রামায়ণানুভব', 'আধ্যারধসতক সমীক্ষা', 'মৃচ্ছকটিকে বর্ষ', 'বুদ্ধচরিতে রামায়ণ সময়ম', 'জগন্নাথস্যা', 'জগদভরনম', 'সাহিত্যে স্মৃত্যালোক', 'ঊষা বরবর্ণিনী', এবং 'দেবী সূক্তম'। এই লেখাগুলি বিভিন্ন সংস্কৃত পত্রিকায় প্রকাশিত হয়েছিল।[১]

তিনি পঞ্চতন্ত্রের দুটি তন্ত্র 'কাকোলুকিয়াম' এবং 'লব্ধপ্রণাশম' বাংলায় সম্পাদনা ও অনুবাদ করেছেন।[১] নিসঙ্গ প্রণয় ছাড়াও, তিনি 'রাত্রি', 'শিলভট্টারিকা', 'অবসর', এবং 'কলিকাতানগর‍্যা দুর্গাপ্রতিমাং প্রতি'-এর মতো সংস্কৃত কবিতাও রচনা করেছিলেন। ২০১৫ সালের ৫ই সেপ্টেম্বর, ডিব্রুগড়ে অনুষ্ঠিত সাহিত্য একাডেমির অভিব্যক্তি অনুষ্ঠানে, তিনি 'কলিকাতানগর‍্যা দুর্গাপ্রতিমাং প্রতি' কবিতার ইংরেজি অনুবাদ আবৃত্তি করেছিলেন।[২]

তিনি কলকাতার উইমেন'স খ্রিস্টান কলেজের রিডার ছিলেন এবং বিশপস কলেজে থিওলজির স্নাতকোত্তর পড়াতেন।[২]

তিনি কলকাতার সংস্কৃত কলেজের অতিথি প্রভাষক ছিলেন। তিনি রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থার শাস্ত্র চুড়ামণি বৃত্তি পান এবং সীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে পড়াতেন।

এছাড়াও তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অলংকারশাস্ত্র (কাব্যবিদ্যা) পড়ান এবং সংস্কৃত পুস্তক ভান্ডার দ্বারা প্রকাশিত 'অলংকারসাহিত্যের সমৃদ্ধ ইতিহাস' নামে বাংলা ভাষায় সংস্কৃত কাব্যশাস্ত্রের ইতিহাস রচনা করেন।[২]

সম্প্রতি তার ভ্রমণ অভিজ্ঞতার একটি বাংলা বই প্রকাশিত হয়েছে ভ্রমন বিলাসীর ডায়েরিতে।

বই[সম্পাদনা]

  • বাল্মীকিয়ে রামায়ণে গীতিকাব্যধর্মিতা
  • নিঃসঙ্গ প্রণয়
  • বাল্মীকিয়াম রামায়ণম
  • অবদন এবম রবীন্দ্রনাথ
  • বুদ্ধ চরিতম
  • অলংকারসাহিত্যের সমৃদ্ধ ইতিহাস
  • ধ্বোন্যালোকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "JAYASRI CHATTOPADHYAY"PeoplePill। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৪ 
  2. "Jayasri Chattopadhyay"Alchetron.com। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৪ 
  3. Caṭṭopādhyāya, Jayaśrī (১৯৯৯)। Niḥsaṅgaḥ Praṇayaḥ। Sanskrit Pustak Bhandar। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 

তথ্যসূত্র[সম্পাদনা]

  • "অল ইন্ডিয়া ওরিয়েন্টাল কনফারেন্সের আজীবন সদস্যদের তালিকা"। অল ইন্ডিয়া ওরিয়েন্টাল কনফারেন্স। ২০১৬-০৩-০৪ তারিখে মূল (ডক) থেকে আর্কাইভ করা
  • অভিরাজ রাজেন্দ্র মিশ্র দ্বারা বিমসা-শতাব্দী-সংস্কৃত-কাব্যমৃতম
  • সংস্কৃত জার্নাল আজাস্রা
  • সংস্কৃত জার্নাল সামগামানি
  • সংস্কৃত প্রতিভা, সাহিত্য একাডেমী
  • ভারতীয় সাহিত্য, সাহিত্য একাডেমী
  • অল ইন্ডিয়া ওরিয়েন্টাল কনফারেন্স প্রসিডিংস বি.ও.আর.আই.
  • ৮ মার্চ ১৯৯৩ তারিখের আনন্দবাজার পত্রিকা পত্রিকায় কলকাতার কড়চা
  • ২৭ জুন ১৯৯৮ তারিখের আনাদাবাজার পত্রিকা পত্রিকায় পারদতে পারদতে
  • বইয়ের দেশ ম্যাগাজিন এপ্রিল-জুন সংখ্যা ২০০৬