জয়পুর দ্রুতগামী বাস পরিবহন ব্যবস্থা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জয়পুর বিআরটিএস থেকে পুনর্নির্দেশিত)
জয়পুর বিআরটিএস
জয়পুর বিআরটিএস বাস স্টপ
সংক্ষিপ্ত বিবরণ
অবস্থানজয়পুর,রাজস্থান, ভারত
পরিবহনের ধরনদ্রুত পরিবহন
লাইনের (চক্রপথের)
সংখ্যা

জয়পুর বিআরটিএস হল জয়পুর শহরের একটি দ্রুত বাস পরিবহন ব্যবস্থা।এই ব্যবস্থার দ্বারা শহরের বিভিন্ন প্রন্তের মধ্যে যোগাযোগ সহজ হয়েছে।বর্তমানে এই ব্যবস্থায় ২ টি লাইন চালু আছে।

ইতিহাস[সম্পাদনা]

প্রথম ২০০৬ সালে জয়পুর বিআরটিএস পরিবহন ব্যবস্থা গড়ে তুলার কথা বলে ভারত সরকার ।পরিকল্পনা করা হয় ২০১০ সালের আগে জয়পুর বিআরটিএস চালুকরা হবে।[১]

রুট[সম্পাদনা]

জয়পুর বিআরটিএস

জয়পুর বিআরএসটি এর দুটি রুট রয়েছে।

  • শিকার রোড - টোংক রোড । ( উত্তর দক্ষিণ করিডর)
  • আজমির রোড - দিল্লি রোড । (পূর্ব পশ্চিম করিডর)

তথ্যসূত্র[সম্পাদনা]