জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন, ১৯৬২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন, ১৯৬২

← ১৯৫৭ ১৭-১৮ ফেব্রুয়ারি ১৯৬৭ ১৯৬৭ →

জম্মু ও কাশ্মীর বিধানসভার ৭৫টি আসন
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৩৮টি আসন
ভোটের হার৪০.৩%
  প্রথম দল দ্বিতীয় দল
 
নেতা/নেত্রী বকশী গোলাম মোহাম্মদ
দল জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স জম্মু প্রজা পরিষদ
নেতা হয়েছেন ১৯৫৩
গত নির্বাচন ৬৯
আসন লাভ ৭০
আসন পরিবর্তন বৃদ্ধি হ্রাস

নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

বকশী গোলাম মোহাম্মদ
জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স

নির্বাচিত প্রধানমন্ত্রী

বকশী গোলাম মোহাম্মদ
জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের নির্বাচন ১৯৬২ সালের প্রথম দিকে অনুষ্ঠিত হয়েছিল।[১][২] বকশি গোলাম মোহাম্মদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন।[৩]

ফলাফল[সম্পাদনা]

কাশ্মীর উপত্যকার ৪৩টি নির্বাচনী এলাকার মধ্যে ৩২টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। সামগ্রিকভাবে, ন্যাশনাল কনফারেন্স উপত্যকায় ৪৩টি আসনের মধ্যে ৪১টি জিতেছে। [৪]

জম্মু বিভাগে, ন্যাশনাল কনফারেন্স ৩০টি আসনের মধ্যে ২৭টি (যার মধ্যে দুটি বিনা প্রতিদ্বন্দ্বিতায়) জিতেছে। বাকি তিনটি আসন চলে যায় প্রজা পরিষদের হাতে। [৪] [৫]

লাদাখ বিভাগে, দুটি আসনই ন্যাশনাল কনফারেন্স জিতেছে। লাদাখ আসনে জয়ী হয়েছেন হেড লামা কুশক বকুলা। [৫]

নির্বাচনের পর, নির্বাচনী অসদাচরণের উল্লেখ করে প্রজা পরিষদ জম্মু শহরে একটি গণ-বিক্ষোভ করে, যেখানে প্রজা সোশ্যালিস্ট পার্টি এবং আকালি দলও যোগ দেয়। বকশি গোলাম মোহাম্মদ তাদের অভিযোগগুলোকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছেন। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]