বিষয়বস্তুতে চলুন

চৌধুরী আফজাল হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চৌধুরী আফজাল হক
জন্মআফজাল হক
মৃত্যু৮ জানুয়ারি ১৯৪২(1942-01-08) (বয়স ৫০–৫১)
সাহিত্য আন্দোলনমজলিস-ই-আহরার-ই ইসলাম
ওয়েবসাইট
chaudhryafzalhaq.com

চৌধুরী আফজাল হক (১৮৯৯-৮ জানুয়ারী ১৯৪২) একজন মানবতাবাদী লেখক [] , মজলিস-এ-আহরার-ই-ইসলামের সহ-প্রতিষ্ঠাতা, [] এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব । তিনি পাঞ্জাবের দরিদ্র এবং প্রতিনিধিত্বহীনদের জন্য কাজ করেছিলেন। তিনি সৈয়দ আতা উল্লাহ শাহ বুখারীকে নিয়ে আহরার প্রতিষ্ঠা করেন । তিনি পাঞ্জাব বিধানসভার তিনবার নির্বাচিত হয়েছিলেন। তিনি ভারতের আইনসভার সদস্য ছিলেন।

তিনি মুফাক্কির-ই-আহরর "আহরার পার্টির চিন্তাবিদ" হিসাবে পরিচিত ছিলেন। তিনি যেমন অনেক বই লিখেছেন জিন্দেগি, মেহবু-ই-খুদা, দীন-ই-ইসলাম, আজাদী-ই-হিন্দ, মেরা আফসানাহ, জাওয়াহারাত, মাশুকি-ই-পাঞ্জাব, শাহোর, দিহতিল রোমানপাকিস্তান ও অস্পৃশ্যতার, Taareekh-ই আহরার, দুনিয়া dozakh পারে, ইসলাম ও সমাজতন্ত্র, ইত্যাদি।

মৃত্যু

[সম্পাদনা]

আফজাল ১৯৪৮ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের লাহোরে মারা যান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Attaul Haq Qasmi (সেপ্টেম্বর ১, ২০১২)। "Chaudhry Afzal Haq marhoom aur punjab hakumat"PakColumnist। ২৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২ 
  2. Tanwar, Raghuvendra (১৯৯৯)। Politics of sharing power: the Punjab Unionist Party, 1923–1947। Manohar Publishers & Distributors। পৃষ্ঠা 80আইএসবিএন 978-81-7304-272-0