চৌধুরীহাট ডিগ্রি কলেজ
উইকিপিডিয়ার নিবন্ধ অপসারণের নীতি অনুসারে এই নিবন্ধটি অপসারণ করার প্রস্তাব রাখা হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত ব্যক্ত করতে হলে এই নিবন্ধের অপসারণের প্রস্তাবনায় আপনার মত ব্যক্ত করুন। এই প্রক্রিয়া চলাকালীন নিবন্ধটি সম্পাদনা করতে বাধা নাই, তবে নিবন্ধটি খালি করে ফেলবেন না, এবং এই প্রস্তাবনার উপর আলোচনা শেষ না হওয়া পর্যন্ত বিজ্ঞপ্তিটি অপসারণ করবেন না। |
অন্যান্য নাম | চৌধুরীহাট ডিগ্রি কলেজ |
---|---|
ধরন | এমপিওভুক্ত কলেজ |
স্থাপিত | ৯ ডিসেম্বর ১৯৯৮ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা |
ইআইআইএন | ১০৭৩৬০ |
সভাপতি | তানভীর ফরহাদ শামীম |
অধ্যক্ষ | শেখ সাদি (ভারপ্রাপ্ত) |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩৬ |
শিক্ষার্থী | ৫১২+ |
ঠিকানা | চর পার্বতী, চৌধুরীহাট , , ৩৯২০ , বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
চৌধুরীহাট কলেজ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান । ১৯৯৮ সালের ১২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠা করা হয়।[১] ২০০২ সালে কলেজের এমপিওভুক্তকরণ ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয় এবং ২০১৪ সালে কলেজটি ডিগ্রি কলেজে উন্নীত হয়। বর্তমানে প্রতিষ্ঠানে স্নাতক (পাস) স্তরে বিএ (পাস), বিএসএস (পাস) ও বিবিএস (পাস) কোর্স এবং উচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবস্যা শাখা চালু আছে।[২][৩]
ইতিহাস
[সম্পাদনা]চৌধুরীহাট ডিগ্রি কলেজ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের কেন্দ্রে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯৮ সালের ১২ সেপ্টেম্বর জনাব সামছুল আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটি বৈঠকে আমানত উল্যাহ্ কলেজটি প্রতিষ্ঠার প্রস্তাব করেন। কলেজটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।[১] ২০০২ সালে কলেজটি এমপিওভুক্ত হয় এবং পরিকাঠামোগত উন্নয়ন হয়। ২০১৪ সালে এটি ডিগ্রি কলেজে উন্নীত হয়। পরবর্তীতে কলেজে আই.সি.টি ভবনসহ আরও উন্নয়ন করা হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "কলেজ পরিচিতি"। Chdc.edu.bd।
- ↑ "National University :: College Details"। www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২৪-১১-০৩।
- ↑ "CHOWDHURYHAT COLLEGE"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।