চিত্র আলোচনা:রৌশন আরা বেগম.jpg

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রেজুলেশন সম্পর্কে[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: আমার আসলে জানার আগ্রহ নিম্ন রেজুলেশন কাকে বলে। এই ছবিটা কি নিম্ন রেজুলেশনের। যদি না হয় তবে সর্বোচ্চ কত বাইটের ছবিকে নিম্ন রেজুলেশন বলা যায়। আমি কিন্তু ৫০ কিলোবাইটকে ধরি। এই সীমা কি আরো একটু বাড়ানো যেতে পারে।  কুউ  পুলক  ১২:৪৫, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: সীমা গণনা করতে এই সরঞ্জাম ব্যবহার করেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৪, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: তার মানে non-free এর ক্ষেত্রে কিলোবাইটের কোন হিসাব নেই। অরিজিনাল এর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ। কিলোবাইট যা খুশি হতে পারে। ঠিক আছে।  কুউ  পুলক  ১৫:৫২, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: নির্দিষ্ট কত বাইট হবে তা নির্ধারণ করা নেই, তবে খুব উচ্চমানের হওয়া যাবে না, আসলটির সমতূল্য যেন না হয়। হ্যাঁ, মূল চিত্রের আকার থেকে উইকির জন্য পুনঃনির্ধারিত আকার বের করতে পারবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০০, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: তাহলে এই ছবি, মানে যে ছবির আলাপ পাতার আমরা আলাপ করছি, এই ছবিটার অরিজিনাল ছবি যে কতটা অতিকায় ছিল তা সহজেই অনুমান করা যায় (বি...শা...ল)।  কুউ  পুলক  ১৬:১২, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: প্রথম আলোর মত যারা ছবি সেভ করতে দেয় না। তাদের ছবি স্ক্রিনশট নিয়ে আপলোড দেয়া কি অন্যায় হচ্ছে কি না। আর আমার অনুমান নির্ভর ৫০ কিলোবাইটের কম বানিয়ে নন-ফ্রি বানানোর চেষ্টা কি আমি চালিয়ে যাব, না থামিয়ে দেব। পরামর্শ দেন।  কুউ  পুলক  ১৬:৩৩, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: নিয়মের মধ্যে থেকে স্ক্রিনশট নিয়ে আপলোড করতে সমস্যা দেখি না আমি। তবে আমি এই পাতার ছবি বা এই জাতীয় বড় মুক্ত নয় ছবিকে নিম্ন রেজুলেশনে আনার জন্য কষ্ট করতে বলব না, সেইসাথে একটা ছবির জন্য আপনার এমবি খরচ করতেও বলব না (একবার এই ছবি ডাইনলোড, তার তা কোন সাইটে আপলোড করে পুনঃআকার তারপর তা ডাউনলোড, তারপর তা উইকিতে আপলোড করা ইত্যাদি), কারণ এই জাতীয় ছবিকে নিম্ন রেজুলেশনে আনার কাজ বট দিয়ে করা সম্ভব। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০২, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: আপনাকে অনেক ধন্যবাদ।  কুউ  পুলক  ১৭:০৮, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]