চম্পক (ম্যাগাজিন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চম্পক
বিভাগশিশুতোষ ম্যাগাজিন
প্রকাশনা সময়-দূরত্বপাক্ষিক
প্রতিষ্ঠার বছর১৯৬৯
কোম্পানিদিল্লি প্রেস গ্রুপ
দেশভারত
ভাষাইংরেজি, গুজরাতি, হিন্দি, কন্নড়, মালয়ালম, মারাঠি, তামিল, তেলুগু,
ওয়েবসাইটchampak.in

চম্পক (ইংরেজি: Champak) দিল্লি প্রেস গ্রুপ দ্বারা প্রকাশিত একটি জনপ্রিয় ভারতীয় পাক্ষিক পত্রিকা যা শিশুদের জন্য প্রকাশিত হচ্ছে ১৯৬৯ সাল থেকে। [১] চম্পক অমর চিত্র কথার টিংকেল এবং জিওডেসিকের চাঁদমামা প্রভৃতি শিশুতোষ পত্রিকার ন্যায় একটি পত্রিকা। চম্পক মাসে দুইবার প্রকাশিত হয়। এটি ইংরেজি ভাষাসহ ভারতীয় সাতটি ভাষাতেও প্রকাশিত হয়। চম্পক চম্পাক প্লাস নামে একটি মাসিক স্কুল ম্যাগাজিনও চালু করেছে।

ইতিহাস[সম্পাদনা]

দিল্লি প্রেসের বিশ্ব নাথ দ্বারা চম্পক ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। [২] সেইসময়, চম্পক চাঁদমামা, বহুল প্রচারিত শিশুতোষ পত্রিকা পরাগ (টাইমস অব ইন্ডিয়া প্রেস) এবং নন্দন (হিন্দুস্তান টাইমস প্রেস) এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করত। ১৯৮০ সালে, আরেকটি প্রতিযোগি পত্রিকা, টিংকেল প্রকাশিত হয়। এখন পর্যন্ত, চম্পক ভারতের শিশুদের কাছে অন্যতম জনপ্রিয় পত্রিকা [৩]

চম্পক জোগো ডিস্ক[সম্পাদনা]

চম্পকের একটি মাল্টিমিডিয়া সংস্করণের সাথে এই কম্প্যাক্ট ডিস্কটি দেয়া হয়। সিডিটিতে গেমের সাথে বিভিন্ন বিষয়বস্তু থাকে যার মাধ্যমে শিশুরা বিভিন্ন জিনিস শিখতে পারে।

প্রতিযোগিতাসমূহ[সম্পাদনা]

চম্পক ২০০৮ সাল থেকে অনূর্ধ্ব-১২ বছরের শিশুদের জন্য গল্প লেগার একটি প্রতিযোগিতা চালু করে। উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান দিল্লিতে অনুষ্ঠিত হয়। চম্পক'র বার্ষিক লিখন এবং অঙ্কন প্রতিযোগিতার নাম হচ্ছে 'চম্পক ক্রিয়েটিভ চাইল্ড কনটেস্ট' ইংরেজি: Champak Creative Child Contest [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Champak magazine"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১ 
  2. The Far East and Australasia 2003। Psychology Press। ২০০২। পৃষ্ঠা 489। আইএসবিএন 978-1-85743-133-9। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৬ 
  3. "Champak"। ২১ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১ 
  4. The Champak Creative Child Contest The Times of India. 4 February 2011. Retrieved 2 June 2016.

বহিঃসঃযোগ[সম্পাদনা]