চাঁদমামা
চাঁদমামা একটি সর্বভারতীয় মাসিক শিশু পত্রিকা।
ইতিহাস[সম্পাদনা]
১৯৪৭ সালের জুলাই মাসে তামিল ও তেলুগু ভাষাতে প্রথম প্রকাশ করা হয়েছিল চাঁদমামা পত্রিকা। চাঁদমামার প্রতিষ্ঠাতা বি. নাগী রেড্ডি ও চক্রপাণি। পরবর্তী সময়ে আরও ১৩টি ভাষায় প্রকাশ করা হয় এই জনপ্রিয় পত্রিকাটি। ১৯৭২ সালের আগস্ট মাস হতে এটির বাংলা সংস্করণ প্রকাশ হতে থাকে। পুরাণ, রামায়ণ, মহাভারতের কাহিনী, পঞ্চতন্ত্র, লোককথা, রূপকথা, বেতাল-পঞ্চবিংশতি ইত্যাদির কাহিনী নিয়মিত প্রকাশ হত চাঁদমামায়, চিত্রাঙ্কন করতেন এমটিভি আচার্য, টি ভীরা রাঘবণ।[১] ২০০৭ সাল নাগাদ চাঁদমামার আর্থিক অবস্থা খারাপ দিকে যাওয়ায় ৯৪ শতাংশ অংশীদারত্ব কিনে নেয় জিওডেসিক কোম্পানী দশ কোটি টাকায়। কিন্তু পরবর্তীতে জালিয়াতি ও অর্থ তছরূপের অভিযোগে জিওডেসিক সংস্থার কর্তা ব্যক্তিদের গ্রেফতার করা হয় ও বোম্বে উচ্চ আদালতের রায়ে কোম্পানী বিক্রি হয়ে যায়। ফলশ্রুতিতে জনপ্রিয় বহুল প্রচলিত শিশু পত্রিকা চাঁদমামা বন্ধ হয়ে যায়।[২][৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ প্ল্যাটফর্ম, চার নম্বর (২০১৭-০৯-০১)। "চাঁদমামা"। ৪ নম্বর প্ল্যাটফর্ম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৮।
- ↑ "আইনি জটিলতা-সহ নানা সমস্যায় সঙ্কটে 'চাঁদমামা' পত্রিকার অস্তিত্ব - Banglalive"। Dailyhunt (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৮।
- ↑ "Geodesic to buy Chandamama for Rs 10 crore"। The Economic Times। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৮।