বিষয়বস্তুতে চলুন

চব্বিশ নগর উচ্চ বিদ্যালয় ও কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চব্বিশ নগর উচ্চ বিদ্যালয় ও কলেজ
অবস্থান
মানচিত্র
চব্বিশ নগর, গোদাগাড়ী, রাজশাহী

তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৬২ খ্রিষ্টাব্দ
বিদ্যালয় জেলারাজশাহী
ইআইআইএন১২৬৭৬৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
শ্রেণী৬ষ্ঠ থেকে ১০ম
উচ্চ মাধ্যমিক
ক্যাম্পাসের ধরনমফস্বল
শিক্ষা বোর্ডরাজশাহী
শাখা সংখ্যা
প্রতিষ্ঠাকালীন নামচব্বিশ নগর উচ্চ বিদ্যালয়
ওয়েবসাইটwww.chabbishnagarsc.edu.bd

চব্বিশ নগর উচ্চ বিদ্যালয় ও কলেজ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অবস্থিত অন্যতম একটি মহাবিদ্যালয়। এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর অধীনে পরিচালিত।[১]

ইতিহাস[সম্পাদনা]

অত্র এলাকায় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এলাকার স্কুলগামী ছাত্র/ছাত্রীদের কথা বিবেচনা করে বামনাইল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার কথা চিন্তা করেন এবং এলাকার গরীব ও আদিবাসী ছাত্র/ছাত্রীদের কথা বিবেচনা করে ১৯৬২ সালে চব্বিশ নগর উচ্চ বিদ্যালয় কলেজটি ১৬৬ শতক জমির উপর প্রতিস্ঠিত। বিদ্যালয়টিতে ২তলা পাকা ভবন ও ৮টি কক্ষ ২টি অফিস রয়েছে। ১৯৮৫ সালে বিদ্যালয়টি এম.পি ভূক্ত করে, ২০০৪ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়।এবং ১৯৯৯ সালে বিদ্যালয়টি কলেজে পরিণত হয়।

অবস্থান[সম্পাদনা]

প্রতিষ্ঠান টি কাকন হাট হতে প্রায় ৫ কি.মি দক্ষিণে এবং রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে ১৫ কি.মি দূরে রিসিকুল ইউনিয়নের চব্বিশ নগরে অবস্থিত।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ৫০০ জন এবং কলেজে শাখায় শিক্ষার্থী প্রায় ৪০০ জন। মাধ্যমিক এর জন্য শিক্ষক ১০ জন এবং উচ্চ মাধ্যমিকে শিক্ষক ২৪ জন। অফিসে মোট তিন জন অফিস সহকারী এবং একজন কেরাণী আছে।

অবকাঠামো[সম্পাদনা]

উচ্চ বিদ্যালয়ের একটি একাডেমিক ভবন, একটি অফিস ভবন, কলেজে একটি চারতলা ভবন এবং একটি দ্বিতল ভবন রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Institute Basic Info"Education Management Information System। Directorate of Secondary And Higher Education। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯