সরকারী চারুকলা কলেজ, চট্টগ্রাম
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (আগস্ট ২০২৪) |
চট্টগ্রাম আর্ট কলেজ | |
বর্তমান | চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
---|---|
সক্রিয় | ৩ আগস্ট ১৯৭৩ | –২০১০
ঠিকানা | , , , বাংলাদেশ |
অধিভুক্তি | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৯৭৩- ?) জাতীয় বিশ্ববিদ্যালয় (কলেজ কোড: ৪৩৮৭) |
সরকারী চারুকলা কলেজ, চট্টগ্রাম ছিল চট্টগ্রামের চট্টেশ্বরী রোড এলাকায় অবস্থিত একটি চারুকলা বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ১৯৭৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটিকে ১৯৮৪ খ্রিষ্টাব্দে জাতীয়করণ করা হয়।[১] ২০১০ খ্রিষ্টাব্দে কলেজটিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সম্প্রসারণ করে কলেজটির স্থলে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠাকালীনে এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রি-ডিগ্রি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত হয়।
ইতিহাস
[সম্পাদনা]১৯৭৩ সালের ৩ আগষ্ট তৎকালীন মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর সহযোগিতায় শিল্পী রশিদ চৌধুরী ও অন্যান্য সহযোগীগণ চট্টগ্রামের পাকিস্তান আর্ট কাউন্সিলের পরিত্যক্ত ভবনে চট্টগ্রাম আর্ট কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালে এটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায় ও ১৯৮৬ সালে ডিগ্রী কলেজের স্বীকৃতি লাভ করে। ১৯৭৮ সালে কলেজের প্রথম বিএফএ ব্যাচ পাশ করে।
উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব
[সম্পাদনা]শিক্ষক
[সম্পাদনা]- হাসি চক্রবর্তী- 'প্রথম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ১৯৭৫'-এ চিত্রকলা মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী। আর্ট কলেজের সাবেক অধ্যক্ষ।[২]
- আবুল মোমেন, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Govt Art College to be upgraded - The Daily Star"। thedailystar.net। ১১ নভেম্বর ২০০৯।
- ↑ দ্য ডেইলি স্টার। "চিত্রকর হাসি চক্রবর্তী স্মরণে চিত্রপটে প্রতীক ও প্রকৃতি"।