সুজা হায়দার
সুজা হায়দার | |
---|---|
উদ্ভব | করাচি |
ধরন | রক সংগীত, পপ সংগীত, শাস্ত্রীয় সংগীত |
কার্যকাল | ১৯৯৫–বর্তমান |
সুজা হায়দার হলেন একজন পাকিস্তানি গায়ক, গীতিকার এবং সংগীত পরিচালক। খুদা কে লিয়ে (২০০৭) এবং বোল (২০১১) চলচ্চিত্রের প্লেব্যাক গায়ক হিসেবে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ২০০৮ সালে ভারতীয় চলচ্চিত্র রু বা রুতে গান গেয়েছিলেন। তিনি ২ বছরের জন্য লাক্স স্টাইল আওয়ার্ড অনুষ্ঠানে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন।
এছাড়াও তিনি তুম মেরে হি রেহেনা, মুকাদ্দাস, সেহরা মে সফর, মন মায়লের মত ধারবাহিকগুলোর সংগীত পরিচালনা করেছেন। [১]
'তেরা ও পেয়ার', 'বাওয়ারে' এবং 'নাওয়াজিসে' হল হায়দারের গাওয়া তিনটি একক।
তিনি ২০১৬ সালে কোক স্টুডিওতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]হায়দার খুদা কে লিয়ে (২০০৭) এবং বোল (২০১১) চলচ্চিত্রে সোয়েব মনসুরএর সঙ্গে একসাথে কাজ করেছেন। এই চলচ্চিত্রগুলোতে তিনি প্লেব্যাক গায়ক ছিলেন। আহমেদ জাহানহবেজ এর সঙ্গেও তিনি গান গেয়েছেন। [৩]
সুজা হায়দার তাঁর কাজ সম্পর্কে বলেন, "এই মুহূর্তে চলচ্চিত্র শিল্পের লোকেরা সংগীত ঠিকমতো তৈরি করছে না। অন্যদিকে বোল এবং খুদা কে লিয়ে সংগীতটি খুব ধারণাগত ছিল। সোয়েব মনসুর এর ব্যাপারে সবচেয়ে ভালো জিনিস হল তুমি জানবে যে তিনি তোমার কাছে কি প্রত্যাশা করেন।"
সুজা হায়দার ২০১৩ সালে হাম টিভির জন্য অনেকগুলি ধারাবাহিকের সংগীত পরিচালনা করেন। তুম মেরে হি রেহেনা (২০১৪), মুকাদ্দাস (২০১৫), সেহরা মে সফর (২০১৫), মন মায়ল (২০১৬) ধারাবাহিকগুলোতে তিনি সংগীত পরিচালনা করেছেন। [৪]
সুজা হায়দার ২০১৬ সালে কোক স্টুডিও সিজন ৯-এ সংগীত পরিচালক হিসেবে কাজ করেন। তিনি সর্বমোট ৬টি সংগীত পরিচালনা করেন সেই সিজনে। তিনি মিশা, সাফি, নাঈম আব্বাস রাফি, মোমেনা মুস্তাহসান, উমর জায়স্বল ও রাহাত ফতেহ আলী খানএর সঙ্গে কাজ করেছেন।
যে চলচ্চিত্রগুলোতে তিনি সংগীত পরিচালনা করেছেন সেগুলো হল খুদা কে লিয়ে (২০০৭), রু বা রু (২০০৮), বোল (২০১১), ওয়ার্না (২০১৭), পরওয়াজ হ্যায় জুনুন (২০১৮), শান-এ-এশক (২০১৭), দি ডাঙ্কি কিং।
তিনি যে ধারাবাহিকগুলোতে সংগীত পরিচালনা করেছেন সেগুলো হল তুম মেরে হি রেহেনা (২০১৪), মুকাদ্দাস (২০১৪), সেহরা মে সফর (২০১৬), সানাম (২০১৬), তও দিল কা কেয়া হুয়া (২০১৭), বাগী (২০১৭), জারদ জামানো কা সাওয়েরা (২০১৮), কমজরফ (২০১৯), সুনহেরা তিতলিয়া (২০১৯), পুকার (২০১৮), আলিফ (২০১৯)।
এছাড়া তিনি কোক স্টুডিওর তিনটি সিজনে (সিজন ৯, সিজন ১০, সিজন ১১) সংগীত পরিচালনা করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sulaiman, Ghazala (২০১৬-০২-০২)। "Mann Mayal Drama OST, Timings & Pictures"। Brandsynario (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯।
- ↑ "With strings attached: Multiple producers to helm Coke Studio 9 - The Express Tribune"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৫-১২-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০১।
- ↑ https://tribune.com.pk/story/1123506/shuja-haider-unsung-star-pakistani-music/
- ↑ Shaikh, Rizwan (২০১৬-০১-২৪)। "OST Mann Mayal By Quratulain Balouch and Shuja Hyder (Download Full Mp3)" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯।