গ্লোবাল বাউলিয়ানা
গ্লোবাল বাউলিয়ানা | ||||
---|---|---|---|---|
মাকসুদ ও ঢাকা কর্তৃক স্টুডিও অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | নভেম্বর, ২০১৯ (সম্ভাব্য) | |||
শব্দধারণের সময় | ২০১৬-২০১৯ | |||
ঘরানা | ||||
প্রযোজক | মাকসুদুল হক মাকসুদ ও ঢাকা | |||
মাকসুদ ও ঢাকা কালক্রম | ||||
|
গ্লোবাল বাউলিয়ানা একটি প্রকাশিতব্য বাংলা ব্যান্ড সঙ্গীত অ্যালবাম। এটা মাকসুদ ও ঢাকা ব্যান্ডের চতুর্থ স্টুডিও অ্যালবাম।[১] এগারোটি গানের এই এ্যালবামটি ২০১৯ সালে প্রকাশের পরিকল্পনা রয়েছে। ১৩ অক্টোবর, ২০১৯ তারিখে মাকসুদ ও ঢাকা ব্যান্ডের দলনেতা মাকসুদুল হক তার অফিসিয়াল ফেসবুক পেজে এই এ্যালবাম প্রকাশের ঘোষণা দেন।[২] ২০১৬ সাল হতে অ্যালবামের কাজ শুরু হয়।[৩] মাকসুদ ও ঢাকা ব্যান্ডের সদস্যরা ছাড়াও এই অ্যালবামে অতিথি হিসেবে[৪] এলিটা করিম, মুশাররাত জাহান আঁচল ও সিজে রেসির সমন্বয়ে গঠিত সমবেত বিহঙ্গকূজন দল ক্রিড এগেইনস্ট গ্রিড বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন।[২][৫]
বিশেষত্ব ও ধরন
[সম্পাদনা]এই অ্যালবামের গানে জলবায়ুর পরিবর্তন, পরিবেশ এবং বর্তমান সামাজিক অবস্থাকে মূল উপজীব্য হিসেবে তুলে ধরা হবে এবং এ সংক্রান্ত আটটি গান থাকবে। এই গানগুলি লিখেছেন ব্যান্ডের দলনেতা মাকসুদুল হক। এছাড়াও লালন সাঁই, আজম খান ও বব মার্লের তিনটি গান থাকবে। বব মার্লে'র গানটি হবে ইংরেজি গানের বাংলা ভাবানুবাদ। গানগুলো হবে রেগে, জ্যাজ, ব্লুজ, ফোক ফিউশন, দক্ষিণ এশিয়ার শাস্ত্রীয় সঙ্গীত ধাঁচের।[২][৫]
সংগীত প্রযোজনা
[সম্পাদনা]মৌলিক গানগুলির সঙ্গীত আয়োজন করেছেন মাকসুদ ও ঢাকা ব্যান্ডের সদস্যরা। সেকান্দার আহমেদ খোকা বেজ গিটার, ফজলুল হোক মন্টু ড্রামস, ইকরামুল হক শাকিল লিড গিটার, গোলাম রাব্বি সোহাগ কি-বোর্ড এবং শাকিব খান মিমো রিদম গিটার বাজিয়েছেন।[৪] এছাড়াও সঙ্গীত আয়োজনে এক্সোফোন, ট্রমবোন, ট্রাম্পেট ব্যবহার করা হয়েছে।[৬]
মুক্তিলাভ
[সম্পাদনা]প্রাথমিকভাবে তিনটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।[৪][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মাকসুদ ও ঢাকার নয়া অ্যালবাম 'গ্লোবাল বাউলিয়ানা'"। দৈনিক আনন্দবাজার। ২০১৯-১০-১৫। ২০২০-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭।
- ↑ ক খ গ "'মাকসুদ ও ঢাকা'র গ্লোবাল বাউলিয়ানা"। কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭।
- ↑ "নতুন অ্যালবাম নিয়ে মাকসুদ ও ঢাকা"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭।
- ↑ ক খ গ "Maqsood O' dHAKA announces new album Global Bauliana"। Dhaka Tribune। ২০১৯-১০-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭।
- ↑ ক খ "মাকসুদ ও ঢাকার 'গ্লোবাল বাউলিয়ানা'"। সমকাল। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Maqsood O' Dhaka announces 'Global Bauliana'"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭।
- ↑ "তিন বছর পর মাকসুদ ও ঢাকার অ্যালবাম"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭।