বিষয়বস্তুতে চলুন

গ্লোবাল বাউলিয়ানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্লোবাল বাউলিয়ানা
মাকসুদ ও ঢাকা
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখনভেম্বর, ২০১৯ (সম্ভাব্য)
শব্দধারণের সময়২০১৬-২০১৯
ঘরানা
প্রযোজকমাকসুদুল হক
মাকসুদ ও ঢাকা
মাকসুদ ও ঢাকা কালক্রম
শব্দচিত্র
(২০১৬)
গ্লোবাল বাউলিয়ানা
(২০১৯)

গ্লোবাল বাউলিয়ানা একটি প্রকাশিতব্য বাংলা ব্যান্ড সঙ্গীত অ্যালবাম। এটা মাকসুদ ও ঢাকা ব্যান্ডের চতুর্থ স্টুডিও অ্যালবাম।[] এগারোটি গানের এই এ্যালবামটি ২০১৯ সালে প্রকাশের পরিকল্পনা রয়েছে। ১৩ অক্টোবর, ২০১৯ তারিখে মাকসুদ ও ঢাকা ব্যান্ডের দলনেতা মাকসুদুল হক তার অফিসিয়াল ফেসবুক পেজে এই এ্যালবাম প্রকাশের ঘোষণা দেন।[] ২০১৬ সাল হতে অ্যালবামের কাজ শুরু হয়।[] মাকসুদ ও ঢাকা ব্যান্ডের সদস্যরা ছাড়াও এই অ্যালবামে অতিথি হিসেবে[] এলিটা করিম, মুশাররাত জাহান আঁচল ও সিজে রেসির সমন্বয়ে গঠিত সমবেত বিহঙ্গকূজন দল ক্রিড এগেইনস্ট গ্রিড বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন।[][]

বিশেষত্ব ও ধরন

[সম্পাদনা]

এই অ্যালবামের গানে জলবায়ুর পরিবর্তন, পরিবেশ এবং বর্তমান সামাজিক অবস্থাকে মূল উপজীব্য হিসেবে তুলে ধরা হবে এবং এ সংক্রান্ত আটটি গান থাকবে। এই গানগুলি লিখেছেন ব্যান্ডের দলনেতা মাকসুদুল হক। এছাড়াও লালন সাঁই, আজম খানবব মার্লের তিনটি গান থাকবে। বব মার্লে'র গানটি হবে ইংরেজি গানের বাংলা ভাবানুবাদ। গানগুলো হবে রেগে, জ্যাজ, ব্লুজ, ফোক ফিউশন, দক্ষিণ এশিয়ার শাস্ত্রীয় সঙ্গীত ধাঁচের।[][]

সংগীত প্রযোজনা

[সম্পাদনা]

মৌলিক গানগুলির সঙ্গীত আয়োজন করেছেন মাকসুদ ও ঢাকা ব্যান্ডের সদস্যরা। সেকান্দার আহমেদ খোকা বেজ গিটার, ফজলুল হোক মন্টু ড্রামস, ইকরামুল হক শাকিল লিড গিটার, গোলাম রাব্বি সোহাগ কি-বোর্ড এবং শাকিব খান মিমো রিদম গিটার বাজিয়েছেন।[] এছাড়াও সঙ্গীত আয়োজনে এক্সোফোন, ট্রমবোন, ট্রাম্পেট ব্যবহার করা হয়েছে।[]

মুক্তিলাভ

[সম্পাদনা]

প্রাথমিকভাবে তিনটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মাকসুদ ও ঢাকার নয়া অ্যালবাম 'গ্লোবাল বাউলিয়ানা'"দৈনিক আনন্দবাজার। ২০১৯-১০-১৫। ২০২০-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭ 
  2. "'মাকসুদ ও ঢাকা'র গ্লোবাল বাউলিয়ানা"কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭ 
  3. "নতুন অ্যালবাম নিয়ে মাকসুদ ও ঢাকা"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭ 
  4. "Maqsood O' dHAKA announces new album Global Bauliana"Dhaka Tribune। ২০১৯-১০-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭ 
  5. "মাকসুদ ও ঢাকার 'গ্লোবাল বাউলিয়ানা'"সমকাল। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "Maqsood O' Dhaka announces 'Global Bauliana'"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭ 
  7. "তিন বছর পর মাকসুদ ও ঢাকার অ্যালবাম"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭