বিষয়বস্তুতে চলুন

গ্র্যাহাম পটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্র্যাহাম পটার
২০২২ সালে ব্রাইটনের হয়ে পটার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গ্র্যাহাম স্টিফেন পটার[]
জন্ম (1975-05-20) ২০ মে ১৯৭৫ (বয়স ৪৯)
জন্ম স্থান সোলিহাল, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯২–১৯৯৩ বার্মিংহ্যাম সিটি ২৫ (২)
১৯৯৩উইকম ওয়ান্ডারার্স (ধার) (০)
১৯৯৩–১৯৯৬ স্টোক সিটি ৪৫ (১)
১৯৯৬–১৯৯৭ সাউদাম্পটন (০)
১৯৯৭–২০০০ ওয়েস্ট ব্রমউইচ ৪৩ (০)
১৯৯৭নর্দ্যাম্পটন টাউন (ধার) (০)
১৯৯৭–১৯৯৮নর্দ্যাম্পটন টাউন (ধার) (০)
১৯৯৯রেডিং (ধার) (০)
২০০০–২০০৩ ইয়র্ক সিটি ১১৪ (৫)
২০০৩ –২০০৪ বোস্টন ইউনাইটেড ১২ (০)
২০০৩শ্রোজব্রি টাউন (ধার) (০)
২০০৪–২০০৫ ম্যাকলসফিল্ড টাউন ৫৭ (৮)
মোট ৩২০ (১৬)
জাতীয় দল
১৯৯৬ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (০)
পরিচালিত দল
২০০৮–২০১১ লিডস কার্নেগি
২০১১–২০১৮ ওস্তেশুন্দস
২০১৮–২০১৯ সোয়ানসি সিটি
২০১৯–২০২২ ব্রাইটন
২০২২– চেলসি
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

গ্র্যাহাম স্টিফেন পটার (ইংরেজি: Graham Potter, ইংরেজি উচ্চারণ: /ɡɹˈe͡ɪəm pˈɒtə/; জন্ম: ২০ মে ১৯৭৫; গ্র্যাহাম পটার নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির হয়ে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।[][][] তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় স্টোক সিটি এবং ইয়র্ক সিটির হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

১৯৯২–৯৩ মৌসুমে, ইংরেজ ক্লাব বার্মিংহ্যাম সিটির হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি দুই মৌসুম অতিবাহিত করেছিলেন; বার্মিংহ্যাম সিটির হয়ে তিনি ২৫ ম্যাচে ২টি গোল করেছিলেন। অতঃপর ১৯৯৩–৯৪ মৌসুমে তিনি ইংরেজ ক্লাব স্টোক সিটিতে যোগদান করেছিলেন। স্টোক সিটিতে তিন মৌসুম অতিবাহিত করার পর সাউদাম্পটনের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ১০ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে, তিনি ওয়েস্ট ব্রমউইচ, নর্দ্যাম্পটন টাউন, রেডিং, ইয়র্ক সিটি, বোস্টন ইউনাইটেড এবং শ্রোজব্রি টাউনের হয়ে খেলেছিলেন। সর্বশেষ ২০০৩–০৪ মৌসুমে, তিনি বোস্টন ইউনাইটেড হতে ইংরেজ ক্লাব ম্যাকলসফিল্ড টাউনে যোগদান করেছিলেন; ম্যাকলসফিল্ড টাউনের হয়ে দুই মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।

১৯৯৬ সালে, পটার ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০০৮ সালে, পটার ইংরেজ ফুটবল ক্লাব লিডস কার্নেগির ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেছেন। লিডস কার্নেগির হয়ে তিন মৌসুম ম্যানেজারের দায়িত্ব পালন করার পর তিনি ওস্তেশুন্দসের ম্যানেজার হিসেবে পুনরায় যোগদান করেছিলেন, যেখানে তিনি ম্যানেজার হিসেবে দীর্ঘ সময় (প্রায় ৮ মৌসুম) অতিবাহিত করেছিলেন; ওস্তেশুন্দসের হয়ে তিনি তিনটি শিরোপা জয়লাভ করেছিলেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি সোয়ানসি সিটির ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। অতঃপর তিনি প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০২২ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে টমাস টুখেল বরখাস্ত হওয়ার পর, তিনি চেলসির ম্যানেজারের পদে নিযুক্ত হয়েছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

গ্র্যাহাম স্টিফেন পটার ১৯৭৫ সালের ২০শে মে তারিখে ইংল্যান্ডের সোলিহালে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

পটার ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৬ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন এবং ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে একমাত্র ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "গ্র্যাহাম পটার"ব্যারি হাগম্যান'স ফুটবলার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯ 
  2. "Graham Potter - the biography"www.chelseafc.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৮ 
  3. "Men – Team – Chelsea Football Club" [পুরুষ – দল – চেলসি ফুটবল ক্লাব]। chelseafc.com (ইংরেজি ভাষায়)। চেলসি ফুটবল ক্লাব। ১৫ জুন ২০২২। ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩ 
  4. "Chelsea FC Squad Information 2022/2023" [চেলসি ফুটবল ক্লাবের দলের তথ্য ২০২২/২৩]। premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ৮ জুলাই ২০১৬। ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]