গ্রাগ্স-পা-ব্যাং-ছুব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রাগ্স-পা-ব্যাং-ছুব (তিব্বতি: གྲགས་པ་བྱང་ཆུབওয়াইলি: grags pa byang chub) তিব্বতের ফাগ-মো-গ্রু-পা রাজবংশের চতুর্থ রাজা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

গ্রাগ্স-পা-ব্যাং-ছুব ফাগ-মো-গ্রু-পা রাজবংশের দ্বিতীয় রাজা 'জাম-দ্ব্যাংস-শা-ক্যা-র্গ্যাল-ম্ত্শানের ভ্রাতা রিন-ছেন-র্দো-র্জের (ওয়াইলি: rin chen rdo rje) পুত্র ছিলেন।[১] তিনি পনেরো বছর বয়সে গ্দান-সা-থেল বৌদ্ধবিহারে প্রধানরূপে যোগদান করেন। ১৩৭৩ খ্রিষ্টাব্দে 'জাম-দ্ব্যাংস-শা-ক্যা-র্গ্যাল-ম্ত্শানের মৃত্যু হলে তার কনিষ্ঠ ভ্রাতা শা-ক্যা-রিন-ছেন পরবর্তী রাজা হন। কিন্তু বেশিদিন তিনি রাজত্ব করে যেতে পারেননি। একটি দুর্ঘটনায় তার মৃত্যু হলে গ্রাগ্স-পা-ব্যাং-ছুব ১৩৭৪ খ্রিষ্টাব্দে পরবর্তী রাজা হন কিন্তু ১৩৮১ খ্রিষ্টাব্দে তিনি গ্দান-সা-থেল বৌদ্ধবিহারে তন্ত্র সম্বন্ধে শিক্ষাদান করবেন বলে তার রাজত্ব থেকে অবসর নেন।[২] তার রাজত্বকাল হ্রস্ব হওয়ার কারণে মিং রাজবংশ তাকে কখনোই আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেননি।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Giuseppe Tucci, Deb T'er Dmar Po Gsarma. Rome 1971, p. 213.
  2. A. Macdonald, 'Préambule à la lecture d'un Rgya-Bod yig-chan', Journal asiatique 1963, p. 101.
  3. Giuseppe Tucci, Tibetan Painted Scrolls. Rome 1949, p. 692.

আরো পড়ুন[সম্পাদনা]

  • Tsepon W.D. Shakabpa, Tibet. A Political History. Yale 1967.
  • Ya Hanzhang, Biographies of the Tibetan Spiritual Leaders Panchen Erdenis. Beijing 1994.
পূর্বসূরী
শা-ক্যা-রিন-ছেন
গ্রাগ্স-পা-ব্যাং-ছুব
চতুর্থ ফাগ-মো-গ্রু-পা শাসক
(১৩৭৪-১৩৮১)
উত্তরসূরী
ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা