গ্যাবনের ভাষা
অবয়ব
ফরাসি ভাষা গাবনের সরকারি ভাষা।[১] গাবনে স্থানীয় প্রায় ৩৫টি ভাষা প্রচলিত। জনসংখ্যার প্রায় ৩০% ফাং ভাষাতে কথা বলে। অন্যান্য ভাষার মধ্যে মিয়েনে ভাষা ও পুনু ভাষা উল্লেখযোগ্য। বেশির ভাগ ভাষার বক্তাসংখ্যা খুবই কম।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "What Languages Are Spoken in Gabon?"। WorldAtlas (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-১৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭।