টোগোর ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টোগোর ভাষা

ফরাসি ভাষা টোগোর সরকারি ভাষা। এছাড়া দেশটিতে আরও প্রায় ৪৪টি স্থানীয় ভাষা প্রচলিত।[১] এদের মধ্যে এওয়ে ভাষা টোগোর প্রায় এক-পঞ্চমাংশ লোকের মাতৃভাষা। ভাষাটির দেশের সর্বত্র, বিশেষত দক্ষিণাঞ্চলে, সার্বজনীন দ্বিতীয় ভাষা হিসেবেও ব্যাপকভাবে প্রচলিত। অন্যান্য উল্লেখযোগ্য ভাষার মধ্যে আছে কাব্রে ভাষাগুর্মা ভাষা। আন্তর্জাতিক কাজকর্মে ফরাসি ভাষা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ethnologue, "Languages of Togo" (accessed Oct. 31, 2010)

বহিঃসংযোগ[সম্পাদনা]