কঙ্গো প্রজাতন্ত্রের ভাষা
অবয়ব
(কঙ্গোর ভাষা থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(আগস্ট ২০২৩) |
ফরাসি ভাষা কঙ্গোর সরকারি ভাষা।[১] কঙ্গোতে প্রায় ৫০টি ভাষা প্রচলিত। এদের মধ্যে কঙ্গো ভাষাতে জনগণের প্রায় অর্ধেক অংশ কথা বলেন। তেকে ভাষাগুলিতে প্রায় ৫ লক্ষ লোক কথা বলেন। কিছু কিছু অঞ্চলে লিংগালা ভাষা ও সাংগো ভাষা সার্বজনীন ভাষা হিসেবে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "What Languages Are Spoken in the Republic of the Congo?"। WorldAtlas (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭।