গোলাম মোর্শেদ ফারকী
গোলাম মোর্শেদ ফারকী | |
---|---|
কুমিল্লা-২৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬ | |
পূর্বসূরী | আসন শুরু |
উত্তরসূরী | এম এ মতিন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৯ আগস্ট ১৯৩০ মতলব উত্তর উপজেলা, চাঁদপুর জেলা |
মৃত্যু | ১১ জানুয়ারী ২০১৪ ঢাকা |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সন্তান | ৪ ছেলে ও ৪ মেয়ে |
গোলাম মোর্শেদ ফারুকী (২৯ আগস্ট ১৯৩০–১১ জানুয়ারী ২০১৪) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, সাংবাদিক, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পাকিস্তান গণপরিষদের সদস্য ও তৎকালীন কুমিল্লা-২৩ আসনের (মতলব) সংসদ সদস্য ছিলেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]গোলাম মোর্শেদ ফারকী ২৯ আগস্ট ১৯৩০ সালে চাঁদপুর জেলায় বৃহত্তর মতলব বর্তমানে (মতলব উত্তর) উপজেলায় এম এম কান্দি (ছেংগারচর) ফরায়জী বাড়ি নামক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।[২]।চলমান
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]গোলাম মোর্শেদ ফারকী সাংবাদিক, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ৬ দফা আন্দোলন , ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। পাকিস্তান গণপরিষদের সদস্য ছিলেন তিনি।[২] তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন কুমিল্লা-২৩আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
মৃত্যু
[সম্পাদনা]গোলাম মোর্শেদ ফারকী ১১ জানুয়ারী ২০১৪ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।[২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট (১১ জানুয়ারী ২০১৪)। "ভাষা সৈনিক গোলাম মোর্শেদ ফারুকী আর নেই"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০।
- ↑ জেলা প্রতিবেদক (১১ জানুয়ারি ২০১৪)। "চলে গেলেন ভাষা সৈনিক গোলাম মোর্শেদ ফারুকী"। রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০।