বিষয়বস্তুতে চলুন

গোয়া ইনকুইজেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোয়া ইনকুইজেশনের হেডকোয়াটার
গোয়া ইনকুইজেশনের মূল কারণ ফ্রান্সিস জেভিয়ার্স

গোয়া ইনকুইজিশন হল সাবেক পর্তুগিজ কলোনি গোয়াতে পর্তুগিজ ক্যাথলিক চার্চ দ্বারা জোর করে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হিন্দু, ইহুদী এবং মুসলমানদের উপর ধর্মের নামে চালানো অত্যাচার।

ভাস্কো দা গামা আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতে আসার পথ আবিষ্কার করে ১৫১০ সালে পর্তুগালে পর্তুগিজ রাজাদের বলে। যা পর্তুগিজদের গোয়ায় উপনিবেশ স্থাপন করতে কাজে এসেছিল। পোপ পঞ্চম নিকোলাস একটি ডিক্রি জারি করে গোয়ার মানুষের উপর জোর করে খ্রিস্টধর্ম চাপিয়ে দেয়। মন্দির মসজিদ বন্ধ করে দেয়া হয়। পরে শত শত মন্দির মসজিদ ভেঙ্গে ফেলা হয়। পর্তুগিজরা গোয়া দখল করতে সেনাবাহিণী পাঠায় এবং গোয়ার কিছু অংশ দখল করে।



১৫৪২ সালে রাজা তৃতীয় জন ফ্রান্সিস জেভিয়ার্স এবং মার্টিন আলফানসোকে গোয়ায় পাঠায় এখানকার লোকেদের ক্যাথলিক খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করতে। তারা গোয়ায় নব্য খ্রিস্টানদের বিক্ষোভের শিকার হয়।গোয়া ইনকুইজেশনের জন্য জেসুইট মিশনারী ফ্রান্সিস জেভিয়ার্স তার সদর দফতর মালাক্কা থেকে ১৫৪৬ সালের ১৬ মে পর্তুগালের রাজা জন তৃতীয় জনকে একটি চিঠিতে অনুরোধ করে।[]এরপরও তাকে সেন্ট(সাধু) বলা হয় ও গোয়াতে তার গির্জায় গিয়ে অনেকে প্রার্থনা করে।

এটি ১৫৬০ সালে শুরু হয়েছিল। সংক্ষিপ্তভাবে ১৭৭৪ থেকে ১৭৭৮ সাল পর্যন্ত এটি অবৈধ ঘোষিত হয় এবং শেষ অবধি ১৮১২ সালে পুরোপুরি হয়ে যায়। ১৫৬১ থেকে ১৭৭৪ সাল পর্যন্ত ১৬,২০২ জনের বিচার করা হয়েছিল। এর মধ্যে ৫৭ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। আর ৬৪৮ টি প্রতিকৃতি পোড়ানো হয়েছিল। অন্যদের অন্যরকম শাস্তি দেয়া হয়েছিল । তবে এমন অনেক লোক ছিল যাদের বিচারের পরের ভাগ্য অজানা।

স্পেনীয় ইনকুইজিশন এবং পর্তুগিজ ইনকুইজিশনের এর মত এটি করা হয়েছিল। এর লক্ষ্য ছিল ক্যাথলিক খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হিন্দু, ইহুদী এবং মুসলমানরা। কারণ তারা ধর্মান্তরিত হলে ও গোপনে তাদের মূল বিশ্বাসকে বজায় রেখেছিল। সেফার্ডিক ইহুদি এবং উত্তর আফ্রিকার মুসলমানরা আইবেরিয়ান উপদ্বীপ থেকে গোয়ায় এসেছিল। এই দুটি সম্প্রদায়কে আইবেরিয়ান উপদ্বীপে খ্রিস্টান শাসকদের উৎখাত করতে বাহিনীতে যোগদানের জন্য প্রতিষ্ঠিত খ্যাতির কারণে হুমকি হিসাবে বিবেচিত করা হয়েছিল।[]ইউরোপের ইহুদিরা স্পেনীয় ইনকুইজিশনে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়া থেকে বাঁচতে ভারতে এসেছিল । তারা এখানে ইহুদি ধর্ম পালন করত । তাদের নিজের ধর্ম লুকোতে হত না। ইসরাইল তৈরির আগে একমাত্র ভারতেই তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পেয়েছিল। ১৫৬০ থেকে ১৬২৩ এর মধ্যে দোষী সাব্যস্ত করা ১,৫৮২ জন ব্যক্তির মধ্যে ৪৫.২% ইহুদী ও মুসলিম অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল।[]

গোপনে নিজেদের পূর্ব ধর্ম পালনকারীদের চার্চ গণপ্রহার করত। চার্চ তাদের ধাতু নির্মিত স্থানে পুড়িয়ে মারত। চার্চ তাদের নখ বা চোখ নষ্ট করে দিত। তাদের গড়াম,বাড়িঘর জ্বালিয়ে দিত। চার্চ নারী ও শিশুদের দাস বানিয়েছিল। নিজেদের পূর্ব ধর্ম পালনকারীদের বড় চাকার সাথে বেঁধে গড়িয়ে তাদের শরীরের অস্থি ভেঙ্গে দিত।

পিতামাতার বেঁধে তাদের সামনে তাদের বাচ্চাদের পুড়িয়ে মারানোর ভয় দেখিয়ে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত করত । সত্যি অনেক বাচ্চাকে তাদের বাবামার সামনে পুড়িয়ে মারা হয়েছিল।[]

এটি পর্তুগিজদের পক্ষে স্থানীয় সমাজকে নিয়ন্ত্রণ করার একটি উপায় ও ছিল। কারণ এতে শাস্তিগুলির একটি হল সম্পত্তি বাজেয়াপ্ত করা।

১৮২১ সালে এই নারকীয় অত্যাচার শেষ হওয়ার পরে বেশিরভাগ গোয়া ইনকুইজিশন রেকর্ডগুলি ধ্বংস করা হয়েছিল। সুতরাং বিচারের নামে প্রহসন ঠিক কত জনের উপর চালানো হয়েছে তার সঠিক সংখ্যা এবং তাদের নির্ধারিত শাস্তির সম্পূর্ণ জানা অসম্ভব। ১৮১২ সালে গোয়া ইনকুইজেশন শেষ হলেও পর্তুগিজ খ্রিস্টান সরকার কর্তৃক ভারতীয় হিন্দু ও মুসলমানদের উপর ধর্মীয় বৈষম্য ও অত্যাচার জেন্ডিয়া ট্যাক্সের মতো অন্য রূপে অব্যাহত ছিল। যা জিজিয়া কর এর মতো ছিল।[][][]

গোয়া ইনকুইজেশন থেকে কিছু সারস্বত ব্রাহ্মণ হিন্দুরা গোয়া থেকে হিন্দু রাজ্য সোণ্ডেতে যায়। আবার অনেকে অন্য রাজ্যে যায়। গোয়ায় চার্চের এরকম অত্যাচারের ফলে মানুষের মনে ঘৃণার জন্ম নেয়। এর ফলে গোয়া পরে ভারতের অংশ হয়ে ওঠে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Rao, R.P. (১৯৬৩)। Portuguese Rule in Goa: 1510-1961। Asia Publishing House। পৃষ্ঠা 43 
  2. Roth, Norman (১৯৯৪), Jews, Visigoths and Muslims in medieval Spain : cooperation and conflict, Leiden: Brill 
  3. Delgado Figueira, João (১৬২৩)। Listas da Inquisição de Goa (1560-1623)। Lisbon: Biblioteca National। 
  4. লেখক, অতিথি (২০২০-১১-১১)। "পর্তুগিজদের গোয়া ইনকুইজিশন: সন্ত জেভিয়ারের চরিত্র কতটা মহৎ ছিল?"বঙ্গদেশ (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৭ 
  5. Teotonio R. De Souza (১৯৯৪)। Discoveries, Missionary Expansion, and Asian Cultures। Concept। পৃষ্ঠা 93–95। আইএসবিএন 978-81-7022-497-6 
  6. Teotonio R. De Souza (১৯৯৪)। Goa to Me। Concept। পৃষ্ঠা 112–113। আইএসবিএন 978-81-7022-504-1 
  7. Rene J. Barendse (২০০৯)। Arabian Seas, 1700 - 1763। BRILL Academic। পৃষ্ঠা 697–698। আইএসবিএন 978-90-04-17658-4