গোবি মরুভূমির ভাল্লুক
অবয়ব
গোবি ভাল্লুক (উর্সাস আর্কটোস গোবিয়েনসিস) বাদামি ভাল্লুকের একটি উপপ্রজাতি। এই ভাল্লুক গোবি মরুভূমিতে থাকে। এটি একটি মহাবিপন্ন প্রাণী। ২০১৭ সালে এদের সংখ্যা ছিল ৪০টি। ২০২২ সালে ৫১টি হয়ে যায়। অর্থাৎ কিছুটা বেড়ে গেছে।
| গোবি ভাল্লুক | |
|---|---|
| ঘুমোচ্ছে। | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্রাণী |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | স্তন্যপায়ী |
| পরিবার: | উর্সিডে |
| গণ: | উর্সাস |
| প্রজাতি: | উ.আর্কটোস |
| উপপ্রজাতি: | উ.আ.গোবিয়েনসিস |