বিষয়বস্তুতে চলুন

গোবিন্দচন্দ্র (চন্দ্র রাজবংশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোবিন্দচন্দ্র
রাজত্ব১০২০ – ১০৪৫
পূর্বসূরিলড়হচন্দ্র
রাজবংশচন্দ্র
রাজবংশচন্দ্র
পিতালড়হচন্দ্র
মাতাসৌভাগ্যদেবী[]
ধর্মবৌদ্ধ[]

গোবিন্দচন্দ্র (শাসনকাল ১০২০–১০৪৫)[] পূর্ব বঙ্গের চন্দ্র রাজবংশের সর্বশেষ জ্ঞাত রাজা।

ইতিহাস

[সম্পাদনা]

তিরুমালাই লিপি অনুসারে রাজা গোবিন্দচন্দ্রের সময়ে, ১০২১ - ১০২৪ খ্রিষ্টাব্দের মধ্যে, চন্দ্র রাজবংশ চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল কর্তৃক ব্যাপক আক্রমণের সম্মুখীন হয়। লিপিতে গোবিন্দচন্দ্রকে বাঙ্গালাদেশের গোবিন্দচন্দ্র বলে উল্লেখ করা হয়েছে।

১০৪৯ খ্রিষ্টাব্দের প্রথম দিকে কলচুরি রাজা কর্ণদেব (শাসনকাল আনু. ১০৫২ - ১০৭২) গোবিন্দচন্দ্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ধারণা করা হয়, ঐ অভিযানে গোবিন্দচন্দ্রের সাথে বাংলায় চন্দ্র রাজবংশের পতন ঘটে থাকতে পারে। তবে বাংলা লোকসঙ্গীত অনুসারে, রাজা গোবিন্দচন্দ্র রাজ্য ত্যাগ করে সন্ন্যাসব্রত গ্রহণ করেছিলেন বলে জানা যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আকসাদুল আলম (২০১২)। "গোবিন্দচন্দ্র"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

আরও পড়ুন

[সম্পাদনা]
  • Singh, Nagendra Kr. (২০০৩)। Encyclopaedia of Bangladesh। Anmol Publications Pvt Ltd। পৃষ্ঠা 7–21। আইএসবিএন 81-261-1390-1 
  • Chowdhury, Abdul Momin (১৯৬৭)। Dynastic History of BengalDacca: The Asiatic Society of Pakistan। 
পূর্বসূরী
লড়হচন্দ্র
চন্দ্রবংশীয় রাজা
১০২০ – ১০৪৫ খ্রিষ্টাব্দ
উত্তরসূরী
জটাবর্মণ