গুফি অ্যাডভেঞ্চার্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গুফি এডভেঞ্চার্স ডিজনি কমিক কর্তৃক প্রকাশিত একটি হাস্যরসাত্মক বইয়ের নাম। এই কমিকটির আসল চরিত্র হচ্ছে গুফি (লম্বাটে একটি কুকুর)। বইটিতে বিভিন্ন ধরনের কৌতুকপূর্ণ ঘটনা দেখা যায় যার মূলে থাকে গুফি চরিত্রটি। এপ্রিল ১৯৯০ থেকে আগস্ট ১৯৯১ পর্যন্ত গুফি এডভেঞ্চার্সের মোট ১৭টি সংস্করণ বের হয়েছে যা সম্পাদনা করেছেন ডেভিড সেইডম্যান।

গুফি এডভেঞ্চার একটি নিয়মিত কমিক বই ছিল। কিন্তু ডিজনি কমিক বইটিকে বাতিল করার সিদ্ধান্ত নেয়। এর কারণ হিসেবে অনুমান করা হয় বইটির কম জনপ্রিয়তা। খুব বেশি পাঠক বইটি পড়তো না।[তথ্যসূত্র প্রয়োজন]

বইটির প্রতিটি সংস্করণে ইতিহাস কিংবা কল্পবিজ্ঞান নিয়ে কৌতুক কিংবা পপ সংস্কৃতি লক্ষণীয় ছিল। আবার কিছু সংস্করণ অন্যান্য কমিক বইয়ের নকল কিংবা অনুবাদ হতে তৈরি হতো।

যদিও গুফি সিরিজ বাতিল করা হয় তবুও ওয়াল্ট ডিজনির বিভিন্ন কমিক ও গল্পে গুফিকে দেখা যায়। যেমনঃ ডোনাল্ড এন্ড মিকি, ডোনাল্ড ডাক এন্ড মিকি মাউস, ওয়াল্ট ডিজনি জায়ান্ট।

সংস্করণের তালিকা[সম্পাদনা]

১. বালবোয়া ডে গুফি এবং গুফি ফ্রাংকেন্সটাইন পর্ব ১

২. গুফি ফ্রাংকেন্সটাইন পর্ব ২, গুফি পিয়েরি এট দ্য নর্থ পোল এবং গুফ ব্রাদার্স এট কিটি হ্যাওক।

৩. কভার্ড ওয়াগন্স হো এবং আলেক্সান্ডার গুফ।

৪. দ্য গ্রেট গুফিডিনি

৫. স্যার গুফ এন্ড নাইটস অফ দ্য স্কোয়ার টেবিল এবং ফার্স্ট গুফ অন দ্য মুন

৬. সুপার গুফ অ্যান্ড দ্য থিফ অফ জানজিপার

৭. টু মাস্কিটার্স প্লাস ওয়ান

৮. গুফি ওয়াশিংটন আওয়ার ন্যাশন্স ফ্লাওন্ডার, এ গুফি লুক অ্যাট দা মুভিস এবং স্টার গুফ

৯. দ্যা নেফস গুফ.. জেমস গুফ

১০. গুফি সামুরাই এবং এ গুফি লুক এট দ্য ডোর্স

১১. গুফিস খান

১২. আরিজোনা গুফ এবং দ্য লস্ট এজটেক টেম্পল পর্ব ১ ও পর্ব ২

১৩. আলেক্সান্ডার গুফ দ্য আর্লি ইয়ার্স

১৪. সুপার গুফ ভার্সেস দ্য কোল্ড রে

১৫. শিয়ারলাক গুফ এন্ড দ্যা গিগ্লিং ঘোস্ট অফ নোটেনি মুর এবং দ্য গুফি উল্ফম্যান

১৬. ব্যাক ইন টাইম এবং টম্ব অফ গোফুলা

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

inducks.org wolfstad.com