গুজরাত এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুজরাত এক্সপ্রেস
Gujarat Express
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনএক্সপ্রেস
বর্তমান পরিচালকওয়েস্টার্ন রেলওয়ে
যাত্রাপথ
শুরুমুম্বাই সেন্ট্রাল
বিরতি২৭
শেষআহমেদাবাদ জংশন
ভ্রমণ দূরত্ব৪৯১ কিমি (৩০৫ মা)
পরিষেবার হারদৈনিক
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি চেয়ার, ১ম শ্রেণী, ২য় শ্রেণী সিটিং, সাধারণ
আসন বিন্যাসহ্যাঁ
ঘুমানোর ব্যবস্থাহ্যাঁ (১ম শ্রেণী শুধু)
খাদ্য সুবিধাNo Pantry Car but Available
পর্যবেক্ষণ সুবিধাRake Sharing with 19109/10 Gujarat Queen & 19129/30 Vadodara Ahmedabad Express
কারিগরি
গাড়িসম্ভারপ্রমিত ভারতীয় রেলওয়ে কোচ
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতি১১০ কিমি/ঘ (৬৮ মা/ঘ) maximum
৫২.৮৪ কিমি/ঘ (৩৩ মা/ঘ), including halts
পথের মানচিত্র

গুজরাত এক্সপ্রেস হলো ভারতের রেল পরিসেবার একটি রেল পরিবহন। গুজরাত হলো ভারতের পশ্চিমের একটি রাজ্য যা কিনা ভারতের পশ্চিমের হীরা হিসাবে বিবেচিত। এখানে প্রায় ৬ কোটির অধিক মানুষের বসবাস। এই গুরুত্বপূর্ণ এবং প্রাচীন স্মৃতী বিজারিত শহরের জনগনকে এখান থেকে মুম্বাই নগরিতে আনা নেয়ার কাজটি করে গুজরাত এক্সপ্রেস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাত্রী পরিবহনের ক্ষেত্রে।[১]

বগি সমূহ[সম্পাদনা]

১৯০১১/১৯০১২ গুজরাত এক্সপ্রেসে বর্তমানে ২ টি এসি চেয়ার বগি আছে, ২ টি প্রথম শ্রেনীর বগি, ১০ টি দ্বীতিয় শ্রেণীর বগি এবং ৮ টি সাধারণ বগি রয়েছে। তবে ভারতের বেশীর ভাগ ট্রেন সেবার মতো, ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশক্রমে যেকোন সময় বগির সন্নিবেশ সমূহ পরিবর্তন হতে পারে প্রয়োজন অনুসারে।[২]

১৯০১১ গুজরাত এক্সপ্রেস ৪৯১ কিমি এর বিশাল দুরত্ব অতিক্রম করে ৯ ঘণ্টা ১০ মিনিটে (৫৩.৫ কিমি/ঘণ্টা) এবং ফিরতি পথে ১৯০১২ গুজরাত এক্সপ্রেস সময় নেয় ৯ ঘণ্টা ২৫ মিনিট(৫২.১৪ কিমি/ঘণ্টা)। যেহেতু ট্রেনটির গড় গতি ৫৫ কিমি/ঘণ্টার তুলনায় কম সেহেতু ভারতীয় রেলওয়ে এর নিয়মানুসারে এটা তার টিকিটের মূল্যর সাথে সুপারফাস্ট সারচার্জ যুক্ত করে ভাড়া নির্ধারন করতে পারে না। [৩]

চলার পথ[সম্পাদনা]

গুজরাত এক্সপ্রেস[৪] মুম্বাই থেকে আহমেদাবাদ যাওয়ার জন্য একটি জনপ্রিয় ট্রেন। এটি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, শুক্র, শনি এবং রবিবার অর্থাৎ দৈনিক চলাচল করে থাকে এবং প্রতিদিন মুম্বাই ছেড়ে যায় সকাল ৫:৪৫ মিনিটে এবং আহমেদাবাদ পৌছে দুপুর ২:৫৫ মিনিটে। চলার পথে এটি বিভিন্ন স্থান স্পর্শ করে যেমন; মুম্বাই সেন্ট্রাল, দাদার, বরিভেইল, বোইসার, দাহানু রোড, উমবারগ্রাম রোড, ভিলাদ, ভাপি, উদ্ভাদা, ভালসিদ, বিলিমোর জং, নাভার্সি, সুরাত, কিম, কোসাম্বা জং, আনক্লেস্বর জং, ভারুচ জং, পালেজ, মিয়াগাম কার্জন, ভাদোদাড়া জং, আনন্দ বরিয়াভ, নাদীয়াদ জং, মাহেমদাভাদ খেদা রোড, বারেজাদি, মানিনাগর, আহমেদাবাদ। এবং ফিরতি পথে একই পথে ফিরে আসে। এটি ট্রেনটিকে এই পথের সবচেয়ে জনপ্রিয় ট্রেন হিসাবে ধরা হয়। ফিরতি পথে এটি আহমেদাবাদ জংশন ছেড়ে যায় সকাল ৭:০০ টায় এবং মুম্বাই পৌছে বিকাল ৪:২৫ মিনিটে। এই পথেও ট্রেন দৈনিক ভিত্তিতে চলাচল করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "19011/Gujarat Express"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫ 
  2. "Gujarat Express Coaches"। cleartrip.com। ৪ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫ 
  3. "19011,Gujarat Express Route"। erail.in। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫ 
  4. "19012, GUJARAT EXPRESS"। erail.in। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫