গিনেস পাকরু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গিনেস পাকরু
জন্ম
অজয় কুমার

(1976-08-31) ৩১ আগস্ট ১৯৭৬ (বয়স ৪৭)
পেশা
কর্মজীবন১৯৮৬–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
অথভুথা দ্বীপু
উচ্চতা৭৬ সেন্টিমিটার (২ ফুট ৬ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীগায়ত্রী মোহন (বি. ২০০৬)
সন্তান
পুরস্কার
  • কেরল স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড - স্পেশাল মেনশন (২০০৫)
  • তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড স্পেশাল প্রাইজ (২০০৬)
  • গিনেস বিশ্ব রেকর্ড (২০০৮)

অজয় কুমার (জন্ম: ৩১ আগস্ট ১৯৭৬), জনপ্রিয়ভাবে গিনেস পাকরু নামে পরিচিত, একজন ভারতীয় অভিনেতা।[১] তিনি একটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রে একটি চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে খাটো অভিনেতা (২ ফুট ৬ ইঞ্চি (৭৬ সেমি)) হওয়ার জন্য গিনেস বিশ্ব রেকর্ডে এন্ট্রি করেছেন।[২] বিনয়ন পরিচালিত মালয়ালম চলচ্চিত্র অথভুথা দ্বীপুতে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। মুভিটি পরে তামিলতেলুগু সংস্করণে ডাব করা হয়।[৩]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

তিনি কুন্দারার মুলাভানাতে ৩১ আগস্ট ১৯৭৬ সালে অজয় কুমার নামে রাধাকৃষ্ণ পিল্লাই এবং অম্বুজাক্ষিয়াম্মার জ্যেষ্ঠ পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন একজন অটো চালক এবং মা ছিলেন একজন এলআইসি এজেন্ট যিনি চুক্তিতে একটি টেলিফোন সার্ভিস এজেন্সিতেও কাজ করতেন। তার জন্মের পরপরই তার পরিবার কোট্টায়ামে চলে আসে। যেহেতু তার মা প্রায়ই স্থানান্তরিত হতেন, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান এবং অবশেষে পান্ডবম, আইমানাম, কেরালায় বসতি স্থাপন করেন। কবিতা ও সঙ্গীতা নামে তার দুই ছোট বোন রয়েছে।[৪]

তিনি সিএমএস এলপি স্কুল, চালুকুন্নুতে চতুর্থ শ্রেণি পর্যন্ত এবং সিএমএস হাই স্কুল, ওলাসাতে এসএসএলসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তারপর তিনি কোট্টায়ামের বেসেলিয়াস কলেজে যোগ দেন এবং সেখান থেকে তার প্রাক ডিগ্রি এবং স্নাতক সম্পন্ন করেন। তিনি অর্থনীতিতে বিএ স্নাতক এবং কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা করেছেন।[৪]

তিনি একজন অনুকরণ শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং পরে চলচ্চিত্রে চলে আসেন। তিনি মঙ্গলম মিমিক্স, নাদির্শার কোচিন ইউনিভার্সাল এবং কোট্টায়াম নাজিরের কোচিন ডিসকভারির মতো মিমিক্রি ট্রুপে মিমিক্রি শিল্পী হিসেবে কাজ করেছেন। ১৮ বছর বয়সে তিনি ১০০০টি অনুকরণের পর্যায় সম্পন্ন করেছিলেন।[৫]

তিনি ১৯৮৪ সালে শিশুদের চলচ্চিত্র আম্বিলি আম্মাভান (দ্য মুন) এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তিনি এখন টিভি ধারাবাহিকেও অভিনয় করেন।[৬]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

পাকরু ৯ মার্চ ২০০৬ সালে গায়ত্রী মোহনকে বিয়ে করেন। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian comedy star Ajay Kumar is world's smallest actor"The Telegraph (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৪-২২। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 
  2. Native, Digital (২০১৮-০৪-২৩)। "Actor-director Guinness Pakru creates a new record"The News Minute (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 
  3. Native, Digital (২০১৯-০৮-০৮)। "Guinness Pakru sets new record for being shortest producer"The News Minute (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 
  4. "Guinness Pakru : Biography, Age, Movies, Family, Photos, Latest News"Filmy Focus (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 
  5. Daily, Keralakaumudi। "Can you lift this? Guinness Pakru challenges Abookka; post goes viral"Keralakaumudi Daily (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 
  6. "Actor Guinness Pakru's car met with a major accident! - Malayalam News"IndiaGlitz.com। ২০২২-০৪-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 
  7. "Guinness Pakru, wife welcome their second daughter"Onmanorama। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]