গান্ধী স্মৃতি সংগ্রহালয়, পাটনা
गांधी स्मृति संग्रहालय, पटना | |
স্থাপিত | ১৯৬৭ |
---|---|
অবস্থান | উত্তর-পশ্চিম গান্ধী ময়দান, অশোক রাজপথ, পাটনা, বিহার, ভারত |
স্থানাঙ্ক | ২৫°৩৭′১৪″ উত্তর ৮৫°০৮′৩২″ পূর্ব / ২৫.৬২০৫° উত্তর ৮৫.১৪২২° পূর্ব |
ওয়েবসাইট | gandhisangrahalayapatna |
গান্ধী স্মৃতি সংগ্রহালয় হল একটি জাদুঘর ও জনসেবা প্রতিষ্ঠান। এটি ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় অবস্থিত। এই জাদুঘরে মহাত্মা গান্ধীর জীবন, আদর্শ ও ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদানগুলি প্রদর্শিত হয়।[১] এটি ভারতের এগারোটি গান্ধী সংগ্রহালয়ের অন্যতম।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৪৮ সালে মহাত্মা গান্ধী নিহত হওয়ার পর দেশব্যাপী গান্ধীর স্মারকস্থল নির্মাণের জন্য জনসাধারণের কাছে আবেদন জানানো হয়েছিল। এই উদ্দেশ্যে ভারতের দরিদ্র ও ধনী নাগরিকদের অর্থসাহায্যে মহাত্মা গান্ধী জাতীয় স্মৃতি নিধি নামে একটি ট্রাস্ট গঠিত হয়।[৩][৪] ১৯৬৭ সালে পাটনা সংগ্রহালয় স্থাপিত হয়।[৫] এই সংগ্রহালয়টি গান্ধী ময়দানের উত্তর-পশ্চিম কোণে স্থাপিত হয়েছিল। ১৯৭১ সালের জুলাই মাস পর্যন্ত এটি ছিল কেন্দ্রীয় গান্ধী সংগ্রহালয় সমিতির এক সদস্য। এরপর পাঁচটি সংগ্রহালয়কে (আহমেদাবাদ, মাদুরাই, ব্যারাকপুর, মুম্বই ও পাটনা) স্বাধীন সংস্থার স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে পাটনার গান্ধী সংগ্রহালয় একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান।[৬]
গান্ধী স্মৃতি সংগ্রহালয় একটি নির্জন এলাকায় অবস্থিত। এই সংগ্রহালয় আলোকচিত্র, চিত্রকলা, ভাস্কর্য, পাণ্ডুলিপি ও উদ্ধৃতি সমন্বিত একটি ‘ভিজুয়াল বায়োগ্রাফি অফ বাপুজি’ অবস্থিত। এগুলির মাধ্যমে গান্ধীর জীবনের সকল প্রধান ঘটনাগুলি বর্ণিত হয়েছে।[৭] এছাড়া একটি বিভাগে তার ছেলেবেলা থেকে মৃত্যুর পর শ্মশানে নিয়ে যাওয়া অবধি বিভিন্ন ঘটনা আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। সংগ্রহালয়ের হলে তার ঘরের একটি রেপ্লিকা রয়েছে। এছাড়া সংগ্রহালয় ভবনে একটি গ্রন্থাগারও রয়েছে। এই গ্রন্থাগারে মহাত্মা গান্ধীর জীবন সংক্রান্ত গ্রন্থাবলি, পত্রপত্রিকা, সাহিত্য ও অডিও-ভিজুয়াল উপাদান এবং একটি পুস্তক বিপণি রয়েছে।[৬]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Telegraph — Calcutta (Kolkata) | Bihar | CM sets Satyagraha archive ball roll"। Telegraphindia.com। ২০১১-০৪-১১। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮।
- ↑ "Gandhi Museums, Ashrams and Libraries"। Mkgandhi.org। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮।
- ↑ India Today: An Encyclopedia of Life in the Republic [2 volumes]: An ... - Google Books। Books.google.co.in। ২০১১-০৯-২৩। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮।
- ↑ Peter Rühe। "MAHATMA — LIFE OF GANDHI, 1869-1948"। Gandhiserve.org। ২০১৪-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮।
- ↑ "Govt to provide fund for Gandhi Sangrahalaya — The Times of India"। Timesofindia.indiatimes.com। ২০১১-০১-৩০। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮।
- ↑ ক খ "Tribute to Gandhi"। gandhisangrahalayapatna.org। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮।
- ↑ "Directorate of Museum — Page 4"। Yac.bih.nic.in। ২০১৬-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮।