বিষয়বস্তুতে চলুন

গাউসীয় অপসংকেত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপসংকেতবিহীন
অপসংকেতবিহীন
গাউসীয় অপসংকেতদুষ্ট
গাউসীয় অপসংকেতদুষ্ট

গাউসীয় অপসংকেত সংকেত প্রক্রিয়াজাতকরণ তত্ত্বে ব্যবহৃত একটি পরিভাষা, যা দিয়ে এমন এক ধরনের অপসংকেতকে নির্দেশ করা হয়, যেটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক পরিমিত বিন্যাসের সমান (যেটি গাউসীয় বিন্যাস নামেও পরিচিত)।[][] অন্য ভাষায় অপসংকেততি যে মানগুলি ধারণ করতে পারে, সেগুলির বিন্যাস গাউসীয় প্রকৃতির। জার্মান গণিতবিদ কার্ল ফ্রিডরিখ গাউসের নামে এটির নামকরণ করা হয়েছে।

একটি গাউসীয় দৈব চলক -এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকটি নিম্নরূপ:

যেখানে ধূসর স্তরটি নির্দেশ করে, গড় ধূসর মানটি নির্দেশ করে এবং সেটির আদর্শ বিচ্যুতি নির্দেশ করে।[]

গাউসীয় অপসংকেতের একটি বিশেষ উদাহরণ হল শ্বেত গাউসীয় অপসংকেত (White Gaussian noise), যেটিতে মানগুলি যেকোনও মুহূর্তযুগলের জন্য অভিন্নভাবে বিন্যস্তপরিসংখ্যানিকভাবে স্বাধীন (সুতরাং সম্ভরণবিহীন)। যোগাযোগ প্রণালীর পরীক্ষণ ও প্রতিমান নির্মাণে গাউসীয় অপসংকেতকে একটি সংযোজী শ্বেত অপসংকেত হিসেবে ব্যবহার করে সংযোজী শ্বেত গাউসীয় অপসংকেত উৎপাদন করা হয়।

টেলিযোগাযোগপরিগণক জালকায়ন (কম্পিউটার নেটওয়ার্কিং) ক্ষেত্রে যোগাযোগ প্রণালীগুলি বহুসংখ্যক প্রাকৃতিক উৎস থেকে আগত প্রশস্তপটি গাউসীয় অপসংকেত দ্বারা প্রভাবিত হতে পারে, যেমন পরিবাহী পদার্থের পরমাণুগুলির তাপীয় কম্পন (যাকে তাপীয় অপসংকেত বা জনসন-নাইকুইস্ট অপসংকেত বলে), পোয়াসোঁ অপসংকেত, পৃথিবী ও অন্যান্য উষ্ণ বস্তু এবং খ-উৎস (যেমন সূর্য) থেকে আগত কৃষ্ণবস্তু বিকিরণ

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Tudor Barbu (২০১৩)। "Variational Image Denoising Approach with Diffusion Porous Media Flow"। Abstract and Applied Analysis2013: 8। ডিওআই:10.1155/2013/856876অবাধে প্রবেশযোগ্য 
  2. Barry Truax, সম্পাদক (১৯৯৯)। "Handbook for Acoustic Ecology" (Second সংস্করণ)। Cambridge Street Publishing। ২০১৭-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-০৫ 
  3. Philippe Cattin (২০১২-০৪-২৪)। "Image Restoration: Introduction to Signal and Image Processing"। MIAC, University of Basel। ১৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৩ 
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "HIPR2" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।