গণি মারকান
অবয়ব
গণি মারকান | |
---|---|
বার্মা আইন পরিষদের মংডু-বুথিডং এলাকার সদস্য | |
কাজের মেয়াদ ১৯৩৬ – ১৯৪৮ |
গণি মারকান ছিলেন ব্রিটিশ বার্মার প্রথম নির্বাচিত আরাকানি ভারতীয় আইনপ্রণেতাদের মধ্যে অন্যতম। তিনি আরাকান বিভাগের মংডু-বুথিডং নির্বাচনী এলাকা থেকে ১৯৩৬ সালের বর্মী সাধারণ নির্বাচনের সময় বার্মা আইন পরিষদে নির্বাচিত হন।[১]
আইন পরিষদের সদস্যরা বর্মী জাতীয়, কায়িন, ইঙ্গ-বর্মান, ভারতীয়, চীনা ও ইউরোপীয় আসনের মধ্যে বিভক্ত ছিল। মারকান ভারতীয় বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও বর্মী জাতীয় বিভাগে নির্বাচিত হন। কারণ আরাকানি ভারতীয়রা নিজেদের স্থানীয় সম্প্রদায় বলে দাবি করেছিল, যেখানে অন্যান্য ভারতীয়রা ছিল অভিবাসী।[২]