খোল (তৈলবীজ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খৈল / খোল হচ্ছে তৈল বীজ হতে তেল সংগ্রহের পর প্রাপ্ত অবশিষ্ঠাংশ। সর্ষে ইত্যাদি তৈলবীজকে ঘানিতে পেষাই করে তেল বের করে নেওয়ার পর বীজের খোলস ও অন্যান্য যে ছিবড়া পড়ে থেকে তাকেই খৈল বা খোল বলে।

ব্যবহার[সম্পাদনা]

খোল গাছের সার ও গোখাদ্য হিসাবে ব্যবহার হয়।