খুলনা নিউজপ্রিন্ট মিল
গঠিত | ১৯৫৯ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি নিউজপ্রিন্ট সংস্থা এবং কারখানা ছিল। এটি বাংলাদেশের বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানা ছিল।[১]
ইতিহাস[সম্পাদনা]
খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড ১৯৫৯ সালে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে প্রতিষ্ঠিত হয়। কারখানাটি ৮৭ একর জায়গায় জুড়ে ছিল যেখানে শ্রমিক ও অফিসারের জন্য আবাসন, বিদ্যালয়, মাদ্রাসা এবং একটি মসজিদ ছিল।[২] খুলনা নিউজপ্রিন্ট বাংলাদেশের বৃহত্তম কাগজ কল কর্ণফুলী পেপার মিলের তুলনায় সস্তা মূল্যে কাগজপত্র সরবরাহ করত।[৩] এটি রফতানি ক্রেডিট বীমা কর্পোরেশন (যা পরে ১৯৬৯ সালে রফতানি উন্নয়ন কানাডায় পরিণত হয়) কর্তৃক কলম্বো পরিকল্পনার অধীনে অর্থায়ন পেয়েছিল। কারখানার সরঞ্জাম কানাডিয়ীয় জেনারেল ইলেক্ট্রনিক সরবরাহ করত।[৪] এই কাগজ কল হতে বছরে ৫০ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদিত হতো।
২০০২ সালের ৩০ নভেম্বর খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।[৫] চুল্লি তেলের দাম বাড়ার কারণে এটি বন্ধ হয়ে যায়। ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ সরকার কারখানার রক্ষণাবেক্ষণ ও বেতন প্রদানের জন্য ১০০ কোটি টাকা ব্যয় করেছিল।[৬] ২০০৫ সালে, কারখানাটির ১৩ একর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনকে ইজারা দেওয়া হয়।[৭]
২০১৫ সালে, বাংলাদেশ সরকার খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেডের জায়গায় একটি পাওয়ার প্লান্ট এবং একটি নতুন কাগজ কল তৈরির পরিকল্পনা ঘোষণা করে।[৮] নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডকে ৭৫০-৮০০ মেগাওয়াট উৎপাদন করার জন্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়া হয়।[৯]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ The Journal of the Institute of Bangladesh Studies (ইংরেজি ভাষায়)। ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০০১। পৃষ্ঠা ১৯৩।
- ↑ "Khulna Newsprint Mills completes 15 yrs of closure"। today.thefinancialexpress.com.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০।
- ↑ এম হবিবুল্লাহ (২০১২)। "কর্ণফুলি পেপার মিল"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ ব্রেচার, ইরর্ভিং; আব্বাস, এস. এ. (২৪ নভেম্বর ২০০৫)। Foreign Aid and Industrial Development in Pakistan [পাকিস্তানে বৈদেশিক সাহায্য ও শিল্প উন্নয়ন] (ইংরেজি ভাষায়)। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৮৭। আইএসবিএন 978-0-521-02336-8।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "দেড় দশকে শুধুই পরিকল্পনা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "No production in Khulna Newsprint Mills for over a decade" [এক দশকেরও বেশি সময় ধরে খুলনা নিউজপ্রিন্ট মিলসে কোন উৎপাদন নেই]। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১২ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০।
- ↑ "Khulna Newsprint Mill closed for good; land goes to BSCIC for industrial park"। bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০।
- ↑ মুক্তি, আবু হেনা। "বন্ধের দেড় যুগেও চালু হয়নি নিউজপ্রিন্ট মিল"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "খুলনা নিউজপ্রিন্টের জমিতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে সরকার"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১।