খগেন্দ্র জামাতিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খগেন্দ্র জামাতিয়া (সি. ১৯৫৪ - ২ মার্চ ২০১৮) একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন।

১৯৮৩ সাল থেকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সদস্য, জামাতিয়া ১৯৮৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দাঁড়ানোর সময় প্রথম দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১] পরবর্তীকালে তিনি ২০১৩ সালের মধ্যে টানা পাঁচবার পুনঃনির্বাচনে জয়ী হন এবং ২০১৮ সালের নির্বাচনী চক্রে আবার সিপিএম দ্বারা সমর্থিত হন। তার প্রচারণার সময়, জামাতিয়ার ক্যান্সার ধরা পড়ে এবং ২ মার্চ ২০১৮ সালে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ৬৪ বছর বয়সে মারা যান।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Khagendra Jamatia, Tripura Minister And CPM MLA For Six Straight Terms, Dies"। NDTV। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮ 
  2. "Tripura fisheries minister Khagendra Jamatia passes away at 64, days after doctors detect cancer"First Post। ২ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮ 
  3. "Tripura minister Khagendra Jamatia dead at 64"। Zee News। ২ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮