ক্রোমিয়াম(II) ব্রোমাইড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রোমিয়াম(II) ব্রোমাইড
নামসমূহ
ইউপ্যাক নাম
ক্রোমিয়াম(II) ব্রোমাইড
অন্যান্য নাম
ক্রোমিয়াম ডাইব্রোমাইড, ক্রোমিয়াম ব্রোমাইড, ক্রোমাস ব্রোমাইড
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
কেমস্পাইডার
ইসি-নম্বর
ইউএনআইআই
  • InChI=1S/2BrH.Cr/h2*1H;/q;;+2/p-2
    চাবি: XZQOHYZUWTWZBL-UHFFFAOYSA-L
বৈশিষ্ট্য
CrBr2
আণবিক ভর ২১১.৮০ g·mol−১
বর্ণ সাদা রঙের কঠিন পদার্থ[১]
ঘনত্ব ৪.২৩৬ গ্রাম/সেমি[১]
গলনাঙ্ক ৮৪২ °সে (১,৫৪৮ °ফা; ১,১১৫ K)[১]
দ্রবণীয়, দ্রবণের রঙ নীল হয়[১]
গঠন
স্ফটিক গঠন মনোক্লিনিক[১]
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
তথ্যছক তথ্যসূত্র

ক্রোমিয়াম(II) ব্রোমাইড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত CrBr2। এটি ক্রোমিয়াম এবং ব্রোমিনের একটি যৌগ।

প্রস্তুতি[সম্পাদনা]

ক্রোমিয়াম(III) ব্রোমাইডকে ৩৫০ থেকে ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৬ থেকে ১০ ঘন্টা ধরে হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে ক্রোমিয়াম(II) ব্রোমাইড প্রস্তুত করা যেতে পারে।[২] এক্ষেত্রে উপজাত হিসাবে হাইড্রোজেন ব্রোমাইড পাওয়া যায়। বিক্রিয়াটি এই রকম:

2 CrBr3 + H2 → 2 CrBr2 + 2 HBr

ক্রোমিয়াম ধাতুর গুঁড়োর সঙ্গে গাঢ় হাইড্রোব্রোমিক অ্যাসিডের বিক্রিয়া করে নীল রঙের সোদক ক্রোমিয়াম(II) ব্রোমাইড তৈরি করা যায়। এটি আবার অ্যাসিটোনাইট্রাইলের জটিল লবণে রূপান্তরিত হতে পারে।[৩]

Cr + n H2O + 2 HBr → CrBr2(H2O)n + H2

ধর্ম[সম্পাদনা]

ক্রোমিয়াম(II) ব্রোমাইড এমনিতে সাদা রঙের কঠিন পদার্থ। এর স্ফটিকের গঠন ক্যাডমিয়াম আয়োডাইডের স্ফটিকের গঠনের মতো। এটি জলের থেকে ৪.২ গুণ ভারী। এর ঘনত্ব ৪.২৩৬ গ্রাম/সিসি এবং গলনাঙ্ক ৮৪২ ডিগ্রি সেলসিয়াস।[১]জলে দ্রবীভূত হলে এটি নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করে। এই দ্রবণ বায়ু দ্বারা সহজেই জারিত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Perry, Dale L. (২০১১)। Handbook of Inorganic Compounds, Second Edition। Boca Raton, Florida: CRC Press। পৃষ্ঠা 120। আইএসবিএন 978-1-43981462-8। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১০ 
  2. Brauer, Georg (১৯৬৫) [1962]। Handbuch Der Präparativen Anorganischen Chemie [Handbook of Preparative Inorganic Chemistry] (জার্মান ভাষায়)। 2। Stuttgart; New York, New York: Ferdinand Enke Verlag; Academic Press, Inc.। পৃষ্ঠা 1341। আইএসবিএন 978-0-32316129-9। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১০ 
  3. Holah, David G.; Fackler, John P. (১৯৬৭)। "Chromium(II) Salts and Complexes"। Inorganic Syntheses: 26–35। ডিওআই:10.1002/9780470132418.ch4