পারিভাষিক শব্দে যথেষ্ট সমৃদ্ধ ক্রিকেট খেলা।[১][২][৩] ক্রিকেট খেলায় ব্যবহৃত সাধারণ পরিভাষাগুলো এখানে দেয়া হলো। শব্দ বা শব্দগুচ্ছ নিবন্ধের কোথাও থাকলে তা বাঁকা হরফে দেখানো হয়েছে। এছাড়াও ক্রিকেট পরিসংখ্যান এবং ফিল্ডিংয়ের বিভিন্ন অবস্থানের নামকরণ সম্পর্কে ফিল্ডিং (ক্রিকেট) নিবন্ধে রয়েছে। কিছু পরিভাষা খেলায় তেমন ব্যবহৃত হয় না।[৪]
ইনিংসের ১১ ব্যাটসম্যানের মধ্যে ১০ জনের ব্যাটিং শেষ বা আউট হলে অথবা আঘাতপ্রাপ্তি কিংবা অসুস্থতাজনিত কারণে ব্যাট করতে অসমর্থ হলে ঐ দল অল আউট হয়েছে বলে ধরা হয়।
একজন শীর্ষস্থানীয় ব্যাটসম্যান কর্তৃক ইনিংসে দীর্ঘসময়কালীন ব্যাটিং করার সক্ষমতা অ্যাঙ্কর নামে পরিচিত। সচরাচর তিন কিংবা চার নম্বরে অবস্থানকারী ব্যাটসম্যান কর্তৃক ব্যাটিংয়ের ধ্বংসযজ্ঞতা রুখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাধারণতঃ তিনি রক্ষণাত্মক ভঙ্গীমায় অবতীর্ণ হয়ে প্রায়শঃই ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে থাকেন।[৬]
পাঁচ-উইকেট প্রাপ্তি (এছাড়াও, ফাইভ-ফর, ফাইভ-ফার, ফিফার, ৫ উইঃ)
একটি ইনিংসে একজন বোলার কর্তৃক পাঁচ বা ততোধিক উইকেট লাভ করাকে খুবই উল্লেখযোগ্য সফলতারূপে বিবেচনা করা হয়ে থাকে।[১১] বোলার যদি ৫ উইকেটের বিপরীতে ২৭ রান দেন, তাহলে পরিসংখ্যান আকারে ৫/২৭ লেখা হয়। প্রচলিত প্রথায় পাঁচ-উইকেট প্রাপ্তিকে ব্যাটসম্যানের সেঞ্চুরির সমমানরূপে গণ্য করা হলেও সেঞ্চুরির তুলনায় কম গুরুত্ব দেয়া হয়।
পাওয়ার প্লে
একদিনের আন্তর্জাতিক ও টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে একটি নির্দিষ্ট সংখ্যক ওভার নির্ধারিত থাকে এবং ফিল্ডিংকারী দলের উপর কিছু সাময়িক নিষেজ্ঞা নির্ধারিত থাকে। ফলে উক্ত সময়ে জন্য ব্যাটসম্যানরাই সুবিধাভোগী হয়ে থাকে।
(প্রমিলা ক্রিকেটে ব্যাটসম্যানকে ব্যাট বা ব্যাটার বলা হয়ে থাকে)
ব্যাটিংয়ের পক্ষে অবস্থানকারী একজন খেলোয়াড় অথবা যে খেলোয়াড় শুধুই ব্যাটিংয়ে দক্ষ[১] কিংবা ব্যাটিংয়ের পক্ষে অবস্থানকারী দুইজন খেলোয়াড়ের একজন যিনি ক্রিজে অবস্থান করছেন।
খেলায় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান, সর্বোচ্চ উইকেট শিকারী কিংবা গড়পড়তা সেরা খেলোয়াড়কে প্রদেয় পুরস্কার। পুরো সিরিজে একই ধারায় অবস্থানকারী খেলোয়াড়কে ‘ম্যান অব দ্য সিরিজ’ বা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার প্রদান করা হয়।