ক্যামব্রিজ নীল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যামব্রিজ নীল
 
About these coordinates     রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#A3C1AD
sRGBB  (rgb)(163, 193, 173[১])
CMYKH   (c, m, y, k)(16, 0, 11, 24)
HSV       (h, s, v)(140°, 16%, 76[২][৩]%)
উৎস[৪]
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক

ক্যামব্রিজ নীল (Cambridge Blue) হলো নীল রঙেরই একটি রকমফের যা সাধারণত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া দলগুলি ব্যবহার করে থাকে।[৫] তবে নীল রঙের কোন ছায়াটি আসলে ক্যামব্রিজ নীল হিসেবে ব্যবহার করা উচিত তার সঠিকতা নিরূপণ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বোট ক্লাবের ব্যবহৃত নীল রঙটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আরইউএফসি-র ব্যবহার করা নীল রঙ থেকে আলাদা। রাগবি ক্লাবের রঙ থেকে আলাদা করার জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বোটম্যান আলফ টুইন ১৯৩৪-১৯৮৪ সালে পুরোনো ক্যামব্রিজ নীলে আরও কিছুট হলুদাভ আভা যুক্ত করায় বর্তমান বোট ক্লাবের রঙটি তৈরি হয়েছিল।[১]

ব্যবহার[সম্পাদনা]

এনএসডাব্লু ওয়ারাটাহ্সের জার্সিগুলোতে ১৮৯২ সাল থেকে অক্সফোর্ড নীলের পাশাপাশি ক্যামব্রিজ নীল রঙের ব্যবহার হয়ে আসছে। এছাড়াও রঙটি ব্যবহৃত হয় ব্রিসবেন ব্যাকরণ স্কুল, কলম্বোর ওয়েসলে কলেজ, উইকম্বে ওয়ান্ডার্স এফসি, কানাডিয়ান ফুটবল লিগের টরন্টো আর্গোনটস এবং টরন্টো ভিত্তিক আর্গোনট রোয়িং ক্লাবেও।

কিংস ওউন ক্যালগারি রেজিমেন্টে ক্যামব্রিজ নীল এবং অক্সফোর্ড নীল দুটো রঙই রেজিমেন্টাল রঙ হিসাবে ব্যবহার হয়ে থাকে।

ক্র্যানব্রুক স্কুল ডেভিডসন ঘরের রঙ হিসাবে ক্যামব্রিজ নীল ব্যবহার করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Frank Grenfell; John Marks (২০১১)। "Origins of the Cambridge Blue" (পিডিএফ)। Hawksclub.co.uk। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৮ 
  2. "#A3C1AD Color Information"। Colorhexa.com। সংগ্রহের তারিখ ২০১৩-১২-২৪ 
  3. "Color Conversion Tool set to hex code of color #A3C1AD (Cambridge Blue):"। Web.forret.com। সংগ্রহের তারিখ ২০১৩-১২-২৪ 
  4. "Cambridge University Identity Guidelines - Fifth Edition" (পিডিএফ)। Cambridge University। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬ 
  5. "Cambridge Identity Guidelines"। Cam.ac.uk। ২০১২-০৬-২৭। সংগ্রহের তারিখ ২০১৩-১২-২৪