ক্যাথোড রশ্মি নল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি রঙিন সিআরটির বিভিন্ন অংশঃ
১. তিনটি ইলেকট্রন গান (লাল, সবুজ এবং নীল ফসফর দানার জন্য)
২. ইলেকট্রন বীম
3. ফোকাসিং কয়েল
৪. ডিফ্লেকশন কয়েল
৫. এনোড সংযোগ
৬. প্রদর্শিত ছবির লাল, সবুজ ও নীল অংশের বীমকে পৃথক করার জন্য মাস্ক
৭. লাল, সবুজ ও নীল ফসফর দানাদ্বারা গঠিত ফসফর স্তর
৮. পর্দার ফসফর প্রলেপ দেয়া ভেতরের অংশ- বড় করে দেখানো হয়েছে

ক্যাথোড রশ্মি নল বা ক্যাথোড রে টিউব (ইংরেজি: Cathode ray tube) যাকে সংক্ষেপে সিআরটি বলে ডাকা হয় মূলতঃ এক ধরনের ভ্যাকুয়াম টিউব যার ভেতরে ইলেকট্রনের উৎস হিসেব ইলেকট্রনগান এবং ছবি প্রদর্শনের জন্য প্রতিপ্রভ পর্দা থাকে। এতে ইলেকট্রনগান থেকে নিক্ষিপ্ত ইলেকট্রন বীম বা স্রোতের গতিবৃদ্ধি বা দিক পরিবর্তনের জন্য অন্তঃস্থ বা বহিঃস্থ ব্যবস্থা থাকে যাতে করে নিক্ষিপ্ত ইলেকট্রন বীম সঠিক স্থানে আপতিত হয়ে প্রতিপ্রভ পর্দা থেকে আলো নিঃসৃত করতে এবং এর ফলে ছবি প্রদর্শন করতে পারে। সাধারনতঃ অসিলোস্কোপে বৈদ্যুতিক তরঙ্গের ছবি দেখাতে, রাডার, কম্পিউটার মনিটর বা টেলিভিশনেছবি দেখাতে ইত্যাদি কাজে সিআরটি ব্যবহৃত হয়।

গ্যালারি[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Display Technology