ক্যাথারিনা হেইবেক
অবয়ব
ক্যাথারিনা হেইবেক (৬ মার্চ ১৭৬৪ – ২৬ মে ১৮১০) একজন রাজনৈতিকভাবে সক্রিয় ওলন্দাজ সাংবাদিক, নারীবাদী ও সম্পাদক ছিলেন। তিনি রটারডামে জন্মগ্রহণ করেন।
১৭৯৮ সালে রাষ্ট্রদ্রোহের জন্য হেইবিককে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি ১৭৯৫ সালের বাটাভীয় বিপ্লবের পর র্যাডিক্যাল পত্রিকা Nationaale Bataafsche Courant- এ সক্রিয় ছিলেন এমন উগ্র গণতন্ত্রীদের অন্তর্ভুক্ত ছিলেন। কারাগার থেকে, তিনি নারীদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানিয়ে চিঠি পাচার করেছিলেন। তিনি ৫৬ বছর বয়সে জাল্টবোমেলে মারা যান।