কোথুর জি মঞ্জুনাথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোথুর জি মঞ্জুনাথ একজন ভারতীয় রাজনীতিবিদ এবং মুলবাগাল আসন থেকে কর্ণাটক বিধানসভার প্রাক্তন সদস্য। [১] কংগ্রেস দলের টিকিট না দেওয়ায় মঞ্জুনাথ স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন কিন্তু পরে কংগ্রেস দলে যোগ দিয়েছেন। [২] ২০১৫ সালে মঞ্জুনাথ তার ভাইয়ের জন্য দেওয়া একটি বর্ণ সনদ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Kundapura, Vishwa (৫ মে ২০১৫)। "Caste certificate: Mulbagal MLA accused of misuse of power"The Hindu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৮ 
  2. "Bangalore: Independent MLA comes into Congress fold"Daijiworld Media। ৪ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]