কেলানতান ইসলামি জাদুঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেলানতান ইসলামী জাদুঘর
Muzium Islam Kelantan
মানচিত্র
সাধারণ তথ্য
ধরনজাদুঘর
অবস্থানকোতা বারু, কেলানতান, মালয়েশিয়া
নির্মাণকাজের সমাপ্তি১১ নভেম্বর ১৯৯১
কারিগরী বিবরণ
তলার সংখ্যা

কেলানতান ইসলামী জাদুঘর (মালে:Muzium Islam Kelantan) হল ইসলাম সম্পর্কিত একটি জাদুঘর যা মালয়েশিয়ার কোতা বারু, কেলানতান রাজ্যে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

কেলানতান ইসলামিক কাউন্সিল

জাদুঘরের ভবনটি কেলানতানের মুখ্যমন্ত্রী হাসান মোহাম্মদ সাল্লেহের সরকারী বাসভবন ছিল। ১৯১৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এই ভবনটি কেলানতান ইসলামি পরিষদ এবং মালয় কাস্টম হিসেবে ব্যবহার করা হত। এরপরে এই ভবনটি কেলানতান সুলতান ইসমাইল পেট্রা সংস্কার করে জাদুঘরে রূপান্তর করেছিলেন। ১৯৯১ সালের ১১ নভেম্বর এই জাদুঘর উদ্বোধন করা হয়।[১][২]

স্থাপত্য[সম্পাদনা]

দ্বিতল জাদুঘরটি কাঠ দ্বারা নির্মিত এবং ইসলামি ক্যালিগ্রাফির মাধ্যমে কুরআনের আয়াত দিয়ে নকশা করা হয়েছে। দুই তলা বিশিষ্ট এই জাদুঘরের নীচের তলায় জাদুঘর রয়েছে এবং উপরের তলায় একটি গ্রন্থাগার রয়েছে। জাদুঘর ভবনটি একটি মসজিদের সদৃশ।[৩]

প্রদর্শনী[সম্পাদনা]

জাদুঘরটিতে বিভিন্ন শিল্পকর্ম, শিলালিপি ও দলিল প্রদর্শিত করা হয়, যার মাধ্যমে কেলানতানে'র ইসলামের মূল বুঝা যায়।

খোলার সময়[সম্পাদনা]

জাদুঘরটি প্রতিদিন শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৮.৩০ থেকে বিকাল ৪.৪৫ অবধি খোলা থাকে।[৪]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইসলামী জাদুঘর, কোতা বারু" (ইংরেজি ভাষায়)। ২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০ 
  2. Super User। "The Official Website of the Kelantan State Museum Corporation - Muzium Islam" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৪ 
  3. designthemes। "- A Glimpse of Islamic History at the Islamic Museum Kelantan" 
  4. "ইসলামী জাদুঘর, কেলানতান" (ইংরেজি ভাষায়)।