কেতকী কদম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কেটকি কদম থেকে পুনর্নির্দেশিত)
কেতকী কদম
জন্ম (1992-07-02) ২ জুলাই ১৯৯২ (বয়স ৩১)
জাতীয়তাভারতীয়
পেশামডেল, অভিনেত্রী
কর্মজীবন২০১২  – বর্তমান

কেতকী বা কেতকী কদম[১][২] একজন ভারতীয় অভিনেত্রী। তিনি জি টিভি'র ধারাবাহিক কবুল হ্যায়-তে রিষভ সিনহা / ভিক্রান্ত মাসি / মোহিত সেহগলের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করে থাকেন।

২০১৪ সালে কবুল হ্যায়-এর পরে তিনি স্টার প্লাসের পৌরাণিক কাহিনী মহাভারত-এ তরুণী রাধা চরিত্রে অভিনয় করেছিলেন। একই বছরে তিনি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের হাম হ্যায় না-তে কাজ শুরু করেছিলেন।[৩] এই অনুষ্ঠানে তিনি মুখ্য চরিত্র সত্যার ভূমিকায় অভিনয় করেছিলেন।

২০১৫ সালে তিনি ইন্দিরা সিং চরিত্রে জি টিভির ধারাবাহিক সরোজিনী-তে অভিনয় করেছিলেন। ২০১৭ সালে কদম স্টার প্লাসের অনুষ্ঠান ইস পেয়ার কো ক্যায়া নাম দু ৩-এ শিখা চরিত্রে এবং ২০১৮ সালে তিনি বৈদেহি চরিত্রে জিং টিভির পেয়ার পেহলি বার-এ অভিনয় করেছিলেন।

টেলিভিশন[সম্পাদনা]

বছর নাম ভূমিকা চ্যানেল
২০১২ - ২০১৪ কবুল হ্যায় হুমায়রা জি টিভি
২০১৪ মহাভারত তরুণী রাধা স্টার প্লাস
২০১৪ হাম হ্যায় না সত্যা সনি টিভি
২০১৫ সরোজিনী - এক নেয়ি পেহাল ইন্দিরা জি টিভি
২০১৭ ইস পেয়ার কো ক্যায়া নাম দু ৩ শিখা স্টার প্লাস
২০১৮ পেয়ার তুনে ক্যায়া কিয়া বৈদেহি জিং টিভি
২০১৯ লাল ইশক জিয়া (পর্ব ৯০) অ্যান্ডটিভি
আরশি (পর্ব ১১৪)
মায়া (পর্ব ১৪২)
রেবতী (পর্ব ১৮৩)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Shetty, Akshata (১৭ মে ২০১৭)। "Iss Pyaar Ko Kya Naam Doon season 3: Barun Sobti and Shivani Tomar's telly show goes on floors"India.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯Ketki Kadam 
  2. Nathan, Leona (২০ সেপ্টেম্বর ২০১৭)। "Iss Pyaar Ko Kya Naam Doon 3 Bids Adieu, Rishton Ka Chakravyuh Takes Its Slot"India.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯Ketaki Kadam 
  3. "Qubool Hai fame Ketki Kadam in Banaras Ka Bunty - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]