বিষয়বস্তুতে চলুন

কৃষ্ণ কুণ্ডু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কৃষ্ণ কুণ্ডু (জন্ম: ২৩ নভেম্বর ১৯২৩ - মৃত্যূ : ১০ ফেব্রুয়ারি ২০০১) একজন অভিনেতা এবং নাট্যনির্দেশক । তিনি কলকাতার গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত ছিলেন ।

কৃষ্ণ কুণ্ডু ম্যাট্রিক ক্লাশে পড়ার সময়ে বিদ্যালয় ত্যাগ করেন । প্রথম জীবনে একবছর ব্যাঙ্কে এবং তিন বছর তরুণ অপেরায় চাকরি করেন । ১৯৫২ থেকে ১৯৬৮ খ্রিষ্টাব্দে পর্যন্ত তিনি ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলার ছিলেন ।

মার্কাস স্কোয়ারের অধুনালুপ্ত বঙ্গসাহিত্য সম্মেলনের অন্যতম উদ্যোক্তা হিসাবে তিনি শৌভনিক নাট্যগোষ্ঠীর সাথে ১৯৫৭ সাল থেকে নট নির্দেশক হিসাবে যুক্ত ছিলেন । তার উল্লেখযোগ্য অভিনয় এবং নির্দেশনা - ওথেলো, ঘরে বাইরে, কারাগার, আধে আঁধুরে, স্থানীয় সংবাদ, ভাগলপুরে শরৎচন্দ্র, একাকী সহসা প্রভৃতি ।

তথ্যসূত্র

[সম্পাদনা]

সংসদ বাঙালি চরিতাভিধান - দ্বিতীয় খণ্ডের সংযোজন - সাহিত্য সংসদ