বিষয়বস্তুতে চলুন

কুল শরীফ মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 

ভয়ংকর ইভান
কুল শরীফ মসজিদ

কুল শরীফ মসজিদ বা কোল শরিফ মসজিদ (তাতার: Кол Шәриф Mәчете ,রুশ: Мечеть Кул-Шариф) হচ্ছে কাযান ক্রেমলিনে অবস্থিত একটি মসজিদ যা নির্মাণের সময়ে ছিলো রুশিয়া ও (ইস্তানবুল বাদে) ইউরোপের বৃহত্তম মসজিদ।

ইতিহাস

[সম্পাদনা]

মূলত, মসজিদটি ১০ম শতকে কাযান ক্রেমলিনে নির্মিত হয়েছিল। এটি কুল শরীফের নামে নামকরণ করা হয়, একজন ধর্মীয় পণ্ডিত যিনি সেখানে সেবা করতেন। কাযান অবরোধের সময় ৯৫৯ সনে রুশ বাহিনীর হাত থেকে কাযানকে রক্ষা করার সময় কুল শরীফ তার অসংখ্য ছাত্রসহ নিহত হন এবং ৪র্থ ইভানের বাহিনীর দ্বারা মসজিদটি ধ্বংস হয়। [] এটা বিশ্বাস করা হয় যে ভবনটিতে বিভিন্ন ধরনের গম্বুজ ও মিনার বিদ্যমান ছিলো। বর্তমান ভবনটি একটি প্রতিস্থাপন; এটির নির্মাণ ১৪০৩ সনে আরম্ভ ও ১৪১২ সনে সম্পন্ন হ​য়।

মসজিদটি মোজাইক, অলঙ্কার, ক্যালিগ্রাফি এবং আরও অনেক কিছুর মাধ্যমে বিভিন্ন বিবরণ প্রদর্শন করে।

এছাড়াও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Koesel, Karrie J. (২০১৪-০২-২৮)। Religion and Authoritarianism: Cooperation, Conflict, and the Consequences (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। আইএসবিএন 978-1-107-03706-9 

বাহ্যিক লিঙ্ক

[সম্পাদনা]