কুল শরীফ মসজিদ
অবয়ব
কুল শরীফ মসজিদ বা কোল শরিফ মসজিদ (তাতার: Кол Шәриф Mәчете ,রুশ: Мечеть Кул-Шариф) হচ্ছে কাযান ক্রেমলিনে অবস্থিত একটি মসজিদ যা নির্মাণের সময়ে ছিলো রুশিয়া ও (ইস্তানবুল বাদে) ইউরোপের বৃহত্তম মসজিদ।
ইতিহাস
[সম্পাদনা]মূলত, মসজিদটি ১০ম শতকে কাযান ক্রেমলিনে নির্মিত হয়েছিল। এটি কুল শরীফের নামে নামকরণ করা হয়, একজন ধর্মীয় পণ্ডিত যিনি সেখানে সেবা করতেন। কাযান অবরোধের সময় ৯৫৯ সনে রুশ বাহিনীর হাত থেকে কাযানকে রক্ষা করার সময় কুল শরীফ তার অসংখ্য ছাত্রসহ নিহত হন এবং ৪র্থ ইভানের বাহিনীর দ্বারা মসজিদটি ধ্বংস হয়। [১] এটা বিশ্বাস করা হয় যে ভবনটিতে বিভিন্ন ধরনের গম্বুজ ও মিনার বিদ্যমান ছিলো। বর্তমান ভবনটি একটি প্রতিস্থাপন; এটির নির্মাণ ১৪০৩ সনে আরম্ভ ও ১৪১২ সনে সম্পন্ন হয়।
এছাড়াও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Koesel, Karrie J. (২০১৪-০২-২৮)। Religion and Authoritarianism: Cooperation, Conflict, and the Consequences (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। আইএসবিএন 978-1-107-03706-9।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "Kul Sharif (The main page)"। ১৩ সেপ্টেম্বর ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০০৯।
- Kul Sharif video
- Kul Sharif mosque on "Russian mosques"
- Kul Sharif Mosque (Kazan)