কুর্গ কমলালেবু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুর্গ কমলালেবু

কুর্গ কমলা বা কুর্গ কমলালেবু কমলা লেবুর একটি প্রকরণ, যেটি কর্ণাটকের কোড়গু জেলায় উৎপাদিত হয়। ২০০৬ সালে এটিকে ভৌগোলিক নির্দেশকের মর্যাদা দেওয়া হয়েছে। এটি কুর্গ ম্যান্ডারিন বা কুর্গ মান্দারিন নামেও পরিচিত

বর্ণনা[সম্পাদনা]

১৯৬০ এর দশকে ২৪,০০০ হেক্টর জমিতে কুর্গ কমলালেবুর চাষ হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে চাষের জমির পরিমাণ ২ হাজার হেক্টর হ্রাস পেয়েছে।[১] কুর্গ কমলা সাধারণত দেড় শতাধিক বছর ধরে কফি বাগানের দ্বিতীয় বা সম্পূরক ফসল হিসাবে কোড়গু , হাসান এবং চিকমাগালুর জেলায় চাষ হয়ে আসছে।[২]

কুরগ কমলাকে মান্দারিন কমলা লেবুর (সাইট্রাস রেটিকুলাটা ) একটি কৃত্রিম বা মানব-সৃষ্ট সংকর হিসাবে বিবেচনা করা হয়। [৩] নাগপুরি কমলালেবুর শিথিল ত্বক এবং মিষ্টি স্বাদের তুলনায় এগুলো অধিকতর সবুজাভ হলুদ বর্ণের দৃঢ় ত্বক এবং মিষ্টি-টক স্বাদবিশিষ্ট হয়ে থাকে। [১] বলা হয় যে অন্যান্য জাতের তুলনায় কুর্গ কমলালেবু বেশি দিন টাটকা থাকে। [৪] পাহাড়ি অঞ্চলে যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু জল দাঁড়ায়না, সেই রকম বৈশিষ্টপূর্ন অঞ্চল এই প্রজাতির কমলার চাষের জন্য উপযুক্ত। [৫]

নাগপুরি কমলার রোগ এই কমলায় সংক্রমণের কারণে সাম্প্রতিক বছরগুলোতে কুরগ কমলার চাষ হ্রাস পেয়েছে।[৬] প্রতিটি গাছের ফলন প্রায় ১০ কেজিতে নেমে এসেছে যা পূর্বে ৫০ কেজিরও বেশি ছিল।[১]

কুর্গ কমলালেবুর গড় উৎপাদন ৪৫,০০০ টনেরও বেশি। [৭]

আরো দেখুন[সম্পাদনা]

  • কুর্গ সবুজ এলাচ
  • ভারতের ভৌগোলিক নির্দেশকের তালিকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Manoj, P. (২২ মার্চ ২০০৬)। "GI tag may help revive Coorg orange cultivation"The Hindu। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬ 
  2. "Coorg oranges out of sight at mela?"। The New Indian Express। ৬ জানুয়ারি ২০১৩। ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬ 
  3. Aravamudan, Sriram (৮ ফেব্রুয়ারি ২০১৫)। "The greenskeeper: It's orangeous, I say"। Bangalore Mirror। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬ 
  4. Chinnappa, K. Jeevan (২৬ জানুয়ারি ২০০৫)। "Reviving the famous 'Coorg mandarin'"The Hindu। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬ 
  5. "Oranges: India ranks 64th in productivity"। The Hindu Business Line। ৪ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬ 
  6. "Its Coorg oranges vs Nagpur oranges in Kodagu district"। Deccan Herald। ২১ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬ 
  7. BR, Rohith (২৫ জানুয়ারি ২০১৬)। "Mangoes and grapes give K'taka farmers sweet taste of success"The Times of India। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬