কুঞ্জছায়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুঞ্জছায়া
ধরননাটক
নির্মাতাসুশান্ত দাশ
উন্নয়নকারীসুশান্ত দাশ
লেখকধারণা
স্টার জলসা
গল্প
ক্রিয়েটিভ টিম
চিত্রনাট্য
লাভলি মুখার্জি
সংলাপ
সৌরভ সেনগুপ্ত
পরিচালকপিযুশ ঘোষ
সৃজনশীল পরিচালকনাফিসা
সুস্মিতা
উপস্থাপকব্রাইট অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড
অভিনয়েপল্লবী দে
সোমরাজ মৈতি
শঙ্কর চক্রবর্তী
আবহ সঙ্গীত রচয়িতাদেবজিৎ রায়
উদ্বোধনী সঙ্গীত"কুঞ্জছায়া"
সুরকারপ্রিয় চট্টোপাধ্যায়
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
পর্বের সংখ্যা১০১
নির্মাণ
নির্বাহী প্রযোজকরেশমি, শাওনি (স্টার জলসা)
প্রযোজকসুশান্ত দাশ
আনন্দমোহন দাসানি
চিত্রগ্রাহকঅশোক
শান্তনু
সম্পাদকশুভজিৎ
ব্যাপ্তিকাল২২ মিনিট (আনুমানিক)
নির্মাণ কোম্পানিটেন্ট ফ্যামিলি দাসানি টিম
মুক্তি
মূল নেটওয়ার্কস্টার জলসা
মূল মুক্তির তারিখ২৬ আগস্ট ২০১৯ (2019-08-26) –
১১ জানুয়ারি ২০২০ (2020-01-11)

কুঞ্জছায়া[১] হলো একটি ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক। এটি ২০১৯ সালের ২৬ আগস্ট প্রথম সম্প্রচার হয়। এটি বাংলা বিনোদন চ্যানেল স্টার জলসাতে সম্প্রচারিত হয় এবং ডিজিটাল প্ল্যাটফর্ম হটস্টারেও উপলব্ধ।[২] এতে পল্লবী দে[৩]সোমরাজ মৈতি প্রধান ভূমিকায় এবং শঙ্কর চক্রবর্তী মুখ্য ভূমিকায় অভিনয় করেন।[৪] এটি সোমরাজ মৈতির বাংলা টেলিভিশনে প্রত্যাবর্তনকে চিহ্নিত করে। এটি পরিচালনা করে টেন্ট ফ্যামিলি দাসানি টিম।

বিষয়বস্তু[সম্পাদনা]

ধারাবাহিকটি সুভাষ সান্যাল এবং শালিককে ঘিরে। সুভাষ সান্যাল গ্রামের একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি বয়স্ক হলেও শক্তসামর্থ্য। তিনি মাস্টারদাদু নামে পরিচিত। মাস্টারদাদুর ডান হাত শালিক। সুভাষ ওরফে মাস্টারদাদু কখনও অন্যায়ের সাথে আপোস করেন না।

অভিনয়ে[সম্পাদনা]

প্রধান[সম্পাদনা]

সহায়ক[সম্পাদনা]

  • সুব্রত গুহ রায় - মালার স্বামী অর্থাৎ ঈশানের বড় মামার চরিত্রে
  • অনিমেষ ভাদুড়ি - সেঁজুতি এবং ঈশানের বাবা তরুণের চরিত্রে
  • জয়তি চক্রবর্তী - সেঁজুতি ও ঈশানের মায়ের চরিত্রে
  • দেবযানি মোদক - সেঁজুতির চরিত্রে
  • মানসী সেনগুপ্ত - পাপড়ির চরিত্রে
  • তনুকা চ্যাটার্জি - মালা চরিত্রে
  • রাজীব বোস - মালার বড় ছেলে চরিত্রে
  • চন্দ্রনিভ মুখার্জি- মালার ছোট ছেলে চরিত্রে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "New television show 'Kunjachaya' to launch soon; Pallavi Dey bags the lead role"Times Of India। ২০১৯-০৭-১৭। ২০১৯-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৩ 
  2. "কড়া মাস্টারমশাই কি নিজের বাড়িতেই ব্রাত্য? উত্তর মিলবে কুঞ্জছায়ায়"Eisamay.Indiatimes.com। ২০১৯-০৮-১৪। ২০১৯-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৩ 
  3. "শালিক কি পারবে দাদুর স্বপ্নের 'কুঞ্জছায়া' ফিরিয়ে দিতে?"Movies.ndtv.com। ২০১৯-০৮-২০। ২০১৯-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৩ 
  4. "Somraj Maity to play a cricketer in upcoming show Kunjochhaya"Times Of India। ২০১৯-০৮-০৭। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]