কি চাহ শঙ্খচিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কি চাহ শঙ্খচিল
রচয়িতামমতাজউদদীন আহমদ
চরিত্র
  • রোশন আরা
উদ্বোধনের স্থানবাংলাদেশ
মূল ভাষাবাংলা
বিষয়বাংলাদেশের মুক্তিযুদ্ধ

কি চাহ শঙ্খচিল (১৯৮৫) মমতাজউদদীন আহমদের রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি নাটক।[১] মুক্তিযুদ্ধকালীন নারী নির্যাতনের গল্প নিয়ে রচিত এই নাটকটির কেন্দ্রীয় চরিত্র "রোশন আরা"।

রোশন আরা চরিত্রের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর দ্বারা নির্যাতিত বাংলাদেশী নারীদের চিত্র তুলে ধরা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মমতাজউদদীন আহমদ: এক সৃষ্টিশীল অবিস্মরণীয় স্রষ্টা"। দ্য ডেইলি স্টার।