কালো-পিঠ চেরালেজি
কালো-পিঠ চেরালেজি | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Passeriformes |
পরিবার: | Muscicapidae |
গণ: | Enicurus |
প্রজাতি: | E. immaculatus |
দ্বিপদী নাম | |
Enicurus immaculatus (Hodgson, 1836) |
কালো-পিঠ চেরালেজি (বৈজ্ঞানিক নাম:Enicurus immaculatus)[২] Muscicapidae পরিবারের পাখি। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মায়ানমারে এদের দেখা মেলে।
পরিচ্ছেদসমূহ
আকার[সম্পাদনা]
কালো-পিঠ চেরালেজির আকার ২৫ সেন্টিমিটারের মত। মাথার তালু, ঘাড়, চিবুক, পিঠ কালো রঙের। কালো পিঠটার মাঝখান বরাবর ডানার ওপরে আড়াআড়িভাবে একটা চওড়া সাদা টান আছে যেটি নেমে গেছে লেজের গোড়া পর্যন্ত। গলা কালো, বুক ও পেট তুলোট সাদা। কপালের সাদা রং চোখের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। লেজের আগা সাদা। লম্বাটে কালো লেজের ওপরে আড়াআড়িভাবে তিনটি সাদা রেখা টানা। লেজের ওপরে সাদা তিনটি টান তখন আলাদাভাবে দেখা যায়। ঠোঁট কালো ও পা গোলাপি।[২]
বিস্তৃতি ও বাসা[সম্পাদনা]
কালো-পিঠ চেরালেজি দেখা যায় টিলা-পাহাড়ি বনের জলাশয় ঝিরি-ছড়া-ঝরনার আশপাশে। এরা বেশ নিচু দিয়ে ওড়ে। এদের কণ্ঠ মোলায়েম। পাহাড়ের গায়ের পাথরের খাঁজে বা খোঁদলে অথবা তলায় এরা বাসা বানায় শেওলা ও নরম শুকনো ঘাস দিয়ে। ডিম পাড়ে দু-তিনটি।[২]
খাদ্য[সম্পাদনা]
কালো-পিঠ চেরালেজির খাদ্য মূলত ক্ষুদ্রাতিক্ষুদ্র জলজ পোকামাকড়।[২]
স্বভাব[সম্পাদনা]
কালো-পিঠ চেরালেজি অতি চঞ্চল ও দুরন্ত পাখি।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ BirdLife International (২০১২)। "Enicurus immaculatus"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2012.1। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১২।
- ↑ ক খ গ ঘ ঙ কালো-পিঠ চেরালেজি[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], শরীফ খান , দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৭, ২০১৩ খ্রিস্টাব্দ।