কার্লেস আলেনিয়া
![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কার্লেস আলেনিয়া কাস্তিয়ো | ||
জন্ম | ৫ জানুয়ারি ১৯৯৮ | ||
জন্ম স্থান | মাতারো, স্পেন | ||
উচ্চতা | ১.৮ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | হেতাফে | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০১৬ | বার্সেলোনা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৮ | বার্সেলোনা বি | ৭৫ | (১৫) |
২০১৬–২০২১ | বার্সেলোনা | ২৬ | (২) |
২০২০ | → বেতিস (ধারে) | ১৭ | (১) |
২০২১ | → হেতাফে (ধারে) | ২২ | (২) |
২০২১– | হেতাফে | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৩ | স্পেন অনূর্ধ্ব-১৬ | ৩ | (০) |
২০১৩–২০১৫ | স্পেন অনূর্ধ্ব-১৭ | ১৬ | (৩) |
২০১৫–২০১৭ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ১৩ | (২) |
২০১৯ | স্পেন অনূর্ধ্ব-২১ | ৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০ জুলাই ২০২১ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩ সেপ্টেম্বর ২০২০ তারিখ অনুযায়ী সঠিক। |
কার্লেস আলেনিয়া কাস্তিয়ো (জন্ম: ৫ জানুয়ারি ১৯৯৮) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি স্পেনের দল হেতাফের হয়ে সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন।
২০০৫ সালে ৭ বছর বয়সে আলেনিয়া বার্সেলোনার যুব প্রশিক্ষণ কেন্দ্র লা মাসিয়ায় যোগ দেন। তার পেশাদার ফুটবলার জীবন শুরু হয় ২০১৫ সালে বার্সেলোনা বি দলের হয়ে। ২০১৬ সালের ৩০ নভেম্বর তার বার্সেলোনা মূল দলে অভিষেক হয় হারকিউলিস ফুটবল ক্লাব এর বিপক্ষে। ওই ম্যাচেই তিনি বার্সেলোনার হয়ে তার প্রথম গোল করেন। ২০১৮ সালের জুলাই মাসে আলেনিয়াকে বার্সেলোনা মূল দলের সাথে সংযুক্ত করা হয়। আলেনিয়া বার্সেলোনার মূল দলে নিয়মিত হতে পারেন নি। তিনি ২০২০ সালে বেতিস এবং ২০২১ সালে হেতাফেতে ধারে কাটান। ২০২১ সালে হেতাফে আলেনিয়াকে পাকাপাকিভাবে কিনে নেয়।
আলেনিয়া স্পেন অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]ক্লাব
[সম্পাদনা]- ১০ জুলাই ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
বার্সেলোনা বি | ২০১৫–১৬ | ১৪ | ১ | — | — | — | ১৪ | ১ | |||
২০১৬–১৭ | ২৩ | ৩ | — | — | ৬ | ০ | ২৯ | ৩ | |||
২০১৭–১৮ | ৩৮ | ১১ | — | — | — | ৩৮ | ১১ | ||||
২০১৮–১৯ | ৮ | ৩ | — | — | — | ৮ | ৩ | ||||
মোট | ৮৩ | ১৮ | — | — | ৬ | ০ | ৮৯ | ১৮ | |||
বার্সেলোনা | ২০১৬–১৭ | ৩ | ০ | ১ | ১ | ০ | ০ | ০ | ০ | ৪ | ১ |
২০১৭–১৮ | ০ | ০ | ৩ | ০ | ০ | ০ | ০ | ০ | ৩ | ০ | |
২০১৮–১৯ | ১৭ | ২ | ৭ | ০ | ৩ | ০ | ০ | ০ | ২৭ | ২ | |
২০১৯–২০ | ৪ | ০ | ০ | ০ | ১ | ০ | ০ | ০ | ৫ | ০ | |
২০২০–২১ | ২ | ০ | ০ | ০ | ৩ | ০ | ০ | ০ | ৫ | ০ | |
মোট | ২৬ | ২ | ১১ | ১ | ৭ | ০ | ০ | ০ | ৪৪ | ৩ | |
বেতিস (ধারে) | ২০১৯–২০ | ১৭ | ১ | ২ | ০ | — | — | ১৯ | ১ | ||
হেতাফে (ধারে) | ২০২০–২১ | ২২ | ২ | ০ | ০ | — | — | ২২ | ২ | ||
হেতাফে | ২০২১–২২ | ০ | ০ | ০ | ০ | — | — | ০ | ০ | ||
মোট | ০ | ০ | ০ | ০ | — | — | ০ | ০ | |||
সর্বমোট | ১৪৭ | ২৩ | ১৩ | ১ | ৭ | ০ | ৬ | ০ | ১৭৪ | ২৪ |
অর্জন
[সম্পাদনা]ক্লাব
[সম্পাদনা]- বার্সেলোনা
- লা লিগা: ২০১৮–১৯
- কোপা দেল রে: ২০১৬–১৭, ২০১৭–১৮
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে কার্লেস আলেনিয়া (ইংরেজি)
- জীবিত ব্যক্তি
- ১৯৯৮-এ জন্ম
- স্পেনীয় ফুটবলার
- কাতালান ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- লা লিগার খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওনের খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওন বি-এর খেলোয়াড়
- ফুটবল ক্লাব বার্সেলোনার খেলোয়াড়
- ফুটবল ক্লাব বার্সেলোনা বি-এর খেলোয়াড়
- রিয়াল বেতিসের খেলোয়াড়
- হেতাফে ফুটবল ক্লাবের খেলোয়াড়
- স্পেনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- স্পেনের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার