কারেন ল্যানকাউম
কারেন ল্যানকাউম | |
---|---|
![]() | |
জন্ম | কারিন বাচ ১৯ জানুয়ারি ১৯৭৩ |
মৃত্যু | ২৮ জানুয়ারি ২০০৫ | (বয়স ৩২)
মৃত্যুর কারণ | মাদকের নেশায় আত্মহত্যা |
অন্যান্য নাম | কারে লঙ্কে, কারে লঙ্কুমে, কারে ডি।, কারে, লরেন ডেল রিও, কারে লাঙ্কে, পালান |
উচ্চতা | ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার) [১] |
দাম্পত্য সঙ্গী | ফ্রাঙ্ক সেরোন (তালাক ১৯৯৭) |
কারেন ল্যানকাউম (জন্ম কারিন বাচ, ১৯ জানুয়ারী ১৯৭৩ - ২৮ জানুয়ারী ২০০৫) ছিলেন একজন ফরাসি পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ১৯৯৬ থেকে ২০০০-এর মধ্যে ৮৩ টিরও বেশি পর্নোগ্রাফিক চলচ্চিত্রে উপস্থিত হয়েছেন। তিনি ২০০০ সালের চলচ্চিত্র, বাইসে-মোই-এ নাদিন চরিত্রে অভিনয় করেছিলেন, যা ছিল একটি মূলধারার চলচ্চিত্র।
তিনি মার্চ ২০০০ সালে সেরা ফরাসি অভিনেত্রীর জন্য হট ডি'অরের মনোনয়ন পেয়েছিলেন।
জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]
কারিন ফ্রান্সের লিওনের শহরতলীতে একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন জার্মান এবং মা মরক্কীয়। তিনি তার শৈশব কাটিয়েছেন লিয়নের গ্রামাঞ্চলে এবং যোগাযোগ বিষয়ে পড়াশোনা করেছেন। [২][তথ্যসূত্র প্রয়োজন]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Karen Lancaume DVDs, VOD, Blu-Ray Videos at adultfilmdatabase"। adultfilmdatabase.com। সংগ্রহের তারিখ ৫ মে ২০১২।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২২।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ফাইন্ড এ গ্রেইভে Karen Lancaume (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Karen Lancaume (ইংরেজি)
- কারেন ল্যানকাউম at the Internet Adult Film Database
- অ্যাডাল্ট ফিল্ম ডাটাবেজে Karen Lancaume (ইংরেজি)
- ইউরোপিয়ান গার্লস অ্যাডাল্ট ফিল্ম ডেটাবেজে Karen Lancaume (ইংরেজি)